Advertisment

TESLA CAR ACCIDENT: দাউদাউ করে জ্বলে উঠল টেসলা গাড়ি! ঝলসে মৃত্যু চার ভারতীয়'র

TESLA CAR ACCIDENT: কানাডার টরন্টোতে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত চার ভারতীয়। নিহতদের মধ্যে রয়েছে দুই ভাই-বোনও। জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে কানাডায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের।

author-image
IE Bangla Web Desk
New Update
canada accident

দাউদাউ করে জ্বলে উঠল টেসলা গাড়ি! ঝলসে মৃত্যু চার ভারতীয়'র


TESLA CAR ACCIDENT: কানাডার টরন্টোতে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত চার ভারতীয়।  নিহতদের মধ্যে রয়েছে দুই ভাই-বোনও। জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে কানাডায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের। স্থানীয় সূত্রে খবর, একটি টেসলা গাড়িতে পাঁচজন ছিলেন। হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে একটি পিলারের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের পর   গাড়িতে আগুন ধরে যায়। বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন লেগে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের পর গাড়িতে থাকা চারজনের ঝলসে মৃত্যু হয়েছে। কোনক্রমে এক তরুণী প্রাণে বেঁচে গিয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। 

Advertisment

মহাকাশে দাপট ভারতের! চাঁদে কবে মানুষ পাঠাবে, জানিয়ে দিল ISRO

ভাই-বোন ছিলেন গুজরাটের বাসিন্দা
নিহতদের মধ্যে রয়েছেন গুজরাটের গোধরা শহরের বাসিন্দা এক ভাই-বোন। প্রভা রোডের মঙ্গলমূর্তি সোসাইটির বাসিন্দা সঞ্জয় সিং গোহিলের বড় মেয়ে কেতা গোহিল (৩০), ৬ বছর আগে কানাডায় গিয়েছিলেন, যেখানে তিনি  পড়াশোনা শেষে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। ছেলে নীলরাজ গোহিল (২৬) ১০ মাস আগে কানাডায় যান, যেখানে তিনি পড়াশোনার পাশাপাশি একটি সংস্থায় কর্মরত ছিলেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনেরই। 

গাড়িতে পাঁচজন ছিলেন
পুলিশ ও স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানানো হয়েছে  কানাডিয়ান সময় দুপুর ১২.২০ মিনিটে পাঁচজনই টেসলা গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন। পাঁচজনের মধ্যে ওই ভাই-বোন জুটিও ছিলেন। এসময় তার গাড়িটি রাস্তার পাশে একটি পিলারের সঙ্গে ধাক্কা খায়। গাড়ির ধাক্কার পর হঠাৎ আগুন ধরে যায়, এতে গাড়িতে থাকা সকলেই দগ্ধ হন।

উৎসব আবহে বড়সড় দুর্ঘটনা! ভিড়ের চাপে স্টেশনে পদপিষ্ট হয়ে জখম ৯, প্রশ্ন যাত্রী নিরাপত্তায়

স্থানীয় এক পথচারী জানান, গাড়িতে থাকা পাঁচজন জানালার কাচ ভেঙে জ্বলন্ত গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তারা গাড়ি থেকে বেরোতে পারেন নি। জানা গিয়েছে, টেসলা গাড়িটি একটি ডিভাইডারের সাথে ধাক্কা মারে, তার পরে গাড়িটিতে আগুন ধরে যায়,  ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর যে ছবি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে গাড়িটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। 

Canada Road Accident
Advertisment