Bandra Station Stampede: উৎসবের মধ্যেই ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে পদপিষ্ট হয়ে জখম অন্তত ৯। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহত সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে।
বান্দ্রা রেল স্টেশনে দিওয়ালি উপলক্ষ্যে বাড়ি ফেরার ভিড়ে পদপিষ্ট হয়ে জখম হয়েছেন কমপক্ষে ৯ যাত্রী। যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে সাপ্তাহিক বান্দ্রা-গোরখপুর এক্সপ্রেসে ওঠার সময় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। যার জেরেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।
সামনেই দীপাবলি ও ছট পুজো। উৎসবের মরসুমে ঘরে ফিরছেন হাজার হাজার মানুষ। ট্রেনে-বাসে তিল ধারণের জায়গা নেই। এর মাঝেই মুম্বইয়ের বান্দ্রা রেলওয়ে স্টেশনে ভিড়ের চাপে পদপিষ্টের ঘটনা সামনে এসেছে। ঘটনার জেরে ৯ যাত্রী গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
'ডাক্তার-ডাক্তারে' বেনজির লড়াই! অনিকেত-কিঞ্জলদের বিরুদ্ধেই এবার ভয়ঙ্কর অভিযোগ
বিএমসি সূত্রে জানা গিয়েছে দিওয়ালি উপলক্ষ্যে সাপ্তাহিক বান্দ্রা-গোরখপুর এক্সপ্রেসের সময়সূচী বদল করা হয়। প্ল্যাটফর্মে ভিড় এতটাই বেশি ছিল, যে ট্রেন আসার পর সাধারণ বগিতে ওঠার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। যার জেরেই বান্দ্রা স্টেশনে পদপিষ্টের ঘটনা ঘটে। স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে দুর্ঘটনাটি ঘটে। ৯ জনের মধ্যে ৭ যাত্রীর অবস্থা স্থিতিশীল বাকী ২ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হয়েছেন যাত্রীরা। রেল প্রশাসনের বিরুদ্ধে স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না করার অভিযোগ সামনে এসেছে। ভোর ৫টা ১০ মিনিটে ট্রেনটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এদিকে ঘটনার জেরে যাত্রীদের মধ্যে হৈচৈ পড়ে যায়।