Advertisment

কোটি কোটি টাকার ভুয়ো বিল, নৌবাহিনীর ৪ অফিসারকে আটক করল সিবিআই

"২০১৬ সালে এই বিল পেশ করা হয়। কিন্তু বিলে উল্লিখিত কোনও পণ্য কোথাও পাঠান হয়নি। এই বিলের পক্ষে কোনও যথাযথ নথিও দেওয়া হয়নি।"

author-image
IE Bangla Web Desk
New Update
সেনা সরানো নিয়ে চিনের পাল্টা ভারত।। মায়ানমার সীমান্তে নিহত ভারতীয় জওয়ান।। মোদীর হাতে রাম মন্দির স্ট্যাম্পের উদ্বোধন

নৌবাহিনীতে ভুয়ো বিল পেশের অভিযোগে ৪ অফিসার-সহ ১৪ জনকে আটক করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। পশ্চিমী নৌসেনা কমান্ডে আইটি হার্ডওয়ার পাঠানোর বিনিময়ে ৬ কোটি ৭৬ লক্ষ টাকার ভুয়ো বিল বানানোর অভিযোগে বুধবারই তাঁদের আটক করে সিবিআই।

Advertisment

আরও পড়ুন, আরএসএস-এর মন ভরেনি, ভারতে কেন বিদেশি বিশ্ববিদ্যালয়কে ছাড়পত্র?

তদন্তকারী সংস্থার তরফে জানান হয় ক্যাপ্টেন অতুল কুলকার্নি, কমান্ডার মন্দার গোড়বলে, আর পি শর্মা এবং কুলদীপ সিং বাঘেলকে আটক করে তারা। সিবিআই-এর তরফে জারি করা এফআইআর-এ বলা হয়েছে, "এই সকল নৌ অফিসাররা তাঁদের পদের ব্যবহার করে নৌবাহিনীতে প্রতারণা করেছেন। গোপনভাবে সরকারি অর্থ ছিনতাই করে তারা তাঁদের পদের অবমাননা করেছেন।"

এফআইআর-এ এও লেখা হয়, "২০১৬ সালে এই বিল পেশ করা হয়। কিন্তু বিলে উল্লিখিত কোনও পণ্য কোথাও পাঠান হয়নি। এই বিলের পক্ষে কোনও যথাযথ নথিও দেওয়া হয়নি।"

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cbi Indian Navy
Advertisment