তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলায় ভয়াবহ খনি দুর্ঘটনার জেরে আটকে পড়েছেন চার শ্রমিক। পুলিশ ও দমকলের চেষ্টায় ২ শ্রমিককে উদ্ধার করা গেলেও চারজন আটকে পড়েন। শনিবার গভীর রাতে ঘটে এই ভয়াবহ ঘটনা।
৩০০ফুট গভীর খনি থেকে চার শ্রমিককে উদ্ধার করতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে NDRF এর বিশেষ দল। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন তিরুনেলভেলি জেলার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, প্রবেশ কুমার। তার তত্ত্বাবধানেই চলছে এই উদ্ধার অভিযান।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ইতিমধ্যেই পুলিশ ও দমকলের যৌথ প্রচেষ্টায় ২ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও খনির ভিতরে চার শ্রমিক আটকে রয়েছেন। তাদের উদ্ধারের জন্য সব রকম চেষ্টা চালানো হচ্ছে। ঘটনাস্থলে NDRF এর বিশষ দল এসে পৌঁছেছে। আরও এক শ্রমিকের অবস্থান ট্র্যাক করা সম্ভব হয়েছে”।
আরও পড়ুন: কেরালা জুড়েই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, প্রশাসনের তরফে খোলা হল কন্ট্রোল রুম
দমকল সূত্রের খবর “পাথর ধসেই এই দুর্ঘটনা ঘটেছে”। NDRF-এর তরফে জানানো হয়েছে, “আজ সকালে উদ্ধার অভিযানের জন্য একটি চপার আনা হয়েছে। চব্বিশ ঘণ্টাই পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে এবং তামিলনাড়ু রাজ্য প্রশাসনের ঘনিষ্ঠ সহযোগিতায় উদ্ধার কাজ চলছে”।
Read story in English