scorecardresearch

কেরালা জুড়েই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, প্রশাসনের তরফে খোলা হল কন্ট্রোল রুম

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে কেরলে বর্ষা ঢুকছে এ মাসের ২৭ তারিখ।

kerala monsoon
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে কেরলে বর্ষা ঢুকছে এ মাসের ২৭ তারিখ।

আগামী তিনদিন কেরালা জুড়েই ভারী বৃষ্টিপাতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শনিবারই রাজ্যসরকারের তরফে জেলাগুলিকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। 

এর্নাকুলাম এবং ইদুক্কি জেলায় ইতিমধ্যেই জারি করা হয়েছে লাল সতর্কতা। এই দুটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে। দুটি জেলা ছাড়াও আরও ৬টি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।

মুখ্য সচিব ভিপি জয় সকল জেলার পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল এক বিশেষ বৈঠকের আহ্বান করেন। বৈঠকে সকল জেলার জেলা শাসকরা উপস্থিত ছিলেন। সব জেলায় ইতিমধ্যেই প্রশাসনের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

আরও পড়ুন : উধাও ৩০ শতাংশ পড়ুয়া, খুঁজতে একগুচ্ছ নয়া ভাবনা সরকারের

আবহাওয়া দফতরের তথ্য অনুসারে ১ মার্চ থেকে ১৪ মার্চের মধ্যেই রাজ্য জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ ৩৬৯.৩ মিলিমিটার। যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। রাজ্যের ১৪ জেলার মধ্যে ৬টিতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে কেরলে বর্ষা ঢুকছে এ মাসের ২৭ তারিখ।

Read story in English

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Imd heavy rains kerala weather