Advertisment

'পাকিস্তানে সক্রিয় ছিল ৪০টি জঙ্গি গোষ্ঠী'

ক্যাপিটল হিলে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ইমরান বলেন, বিষয়টি পাকিস্তানি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কারণেই তা সরকারকে জানানো হয়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
Imran Khan

ইমরান খান

পাকিস্তানে গত দু দশক ধরে ৪০টি জঙ্গি দল ক্রিয়াশীল ছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ কথা বলেছেন। তিনি বলেছেন আগের দুটি সরকারে এ ব্যাপারে আমেরিকাকে অন্ধকারে রেখেছে। তবে ৯-১১র হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগাযোগের কথা তিনি অস্বীকার করেছেন। তিন দিনের মার্কিন যুক্ররাষ্ট্র সফরের শেষে এ কথা বলেছেন ইমরান।

Advertisment

তিনি বলেন, "সন্ত্রাসের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধে আমরাও শরিক। ৯-১১ নিয়ে পাকিস্তানের কিছু করার নেই। আল কায়দা ছিল পাকিস্তানে। পাকিস্তানে কোনও জঙ্গি তালিবান নেই। কিন্তু মার্কিন যুদ্ধে আমরা যোগ দিয়েছি। দুর্ভাগ্যজনকভাবে যখন খারাপ কিছু হত, তখন আমরা আসল সত্যিটা আমেরিকাকে জানাইনি। এ ব্যাপারে আমি আমার সরকারকে দোষ দিচ্ছি।"

আরও পড়ুন, সেনাকর্মীদের অর্জিত মেডেল ব্যবহার করতে পারবেন নিকটাত্মীয়রাও

ক্যাপিটল হিলে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ইমরান বলেন, বিষয়টি পাকিস্তানি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কারণেই তা সরকারকে জানানো হয়নি।

তিনি বলেন, "পাকিস্তানে ৪০টি জঙ্গি গোষ্ঠী ক্রিয়াশীল। ফলে পাকিস্তান একটি পর্যায়ের মধ্যে দিয়ে গেছে, যখন আমরা আশঙ্কায় ছিল আমাদের মত মানুষরা আদৌ বেঁচে থাকব কিনা। ফলে আমেরিকা যখন প্রত্যাশা করছিল আমরা যুদ্ধজয়ে তাদের আরও বেশি সাহায্য করব, সে সময়ে পাকিস্তান নিজের অস্তিত্ব রক্ষার জন্য লড়ছিল।"

দুদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হয়েছে ইমরান খানের। তিনি বলেন, আমরা ব্যাখ্যা করে বলেছি যে আমাদের সম্পর্ক পারস্পরিক নির্ভরশীলতার উপরেই দাঁড়িয়ে রয়েছে।

আরও পড়ুন, লালু-অখিলেশ সহ প্রণব-মনমোহনের নাতি-নাতনির নিরাপত্তার দায় ঝাড়ল মোদী সরকার

ইমরানের বক্তব্য, তালিবানদের আলোচনা টেবিলে নিয়ে আসার জন্য সমস্ত রকম চেষ্টা করছে পাকিস্তান। "এ পর্যন্ত আমরা যথেষ্ট ভালভাবেই এগিয়েছি।" তবে একই সঙ্গে তিনি সাবধান করে দেন যে এই পদ্ধতি খুব সহজ নয়।

ইমরান বলেন, "এ কাজ সহজ হবে এমন প্রত্যাশা করবেন না কারণ আফগানিস্তানে পরিস্থিতি যথেষ্ট জটিল। কিন্তু নিশ্চিন্ত থাকুন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি। সারা দেশ আমার সঙ্গে রয়েছে। পাকিস্তান সেনা, নিরাপত্তা বাহিনী সবাই আমার সঙ্গে আছে। আমেরিকার উদ্দেশ্য আর আমাদের উদ্দেশ্য একই, যার মাধ্যমে আফগানিস্তানে যত দ্রুত সম্ভব শান্তিপূরণ সমঝোতা হবে।"

ইমরান বলেন, দু দেশের মধ্যে বিশ্বাসহীনতার পরিবেশ তৈরি হওয়াটা অতীব দুর্ভাগ্যজনক। তিনি বলেন, "আমরা আশা করছি এখন থেকে আমাদের সম্পর্ক সম্পূর্ণ অন্য রকম হবে।"

Read the Full Story in English

Donald Trump imran khan
Advertisment