শনিবার ভোররাতে উত্তরপ্রদেশের লখনউ কেঁপে ওঠে ভূমিকম্পে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এই তথ্য দিয়ে জানিয়েছে লখনউয়ের উত্তর-উত্তরপূর্বে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। ভুমিকম্পের খবর পেয়েই লোকজন আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এর জেরে তেমন ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
শনিবার ভোর ১টা ১২ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। এর গভীরতা ছিল মাটির নীচে ৮২ কিলোমিটার। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে উত্তরপ্রদেশের লখনউ থেকে ১৩৯ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে ভূমিকম্প প্রথম অনুভূত হয়। এর আগে শুক্রবার উত্তরাখণ্ডের পিথোরাগড় এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা মাপা হয়েছে ৩.৬।
আরও পড়ুন: < ভয়াবহ পথ দুর্ঘটনার বলি ৬, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! >
একই সময়ে, শুক্রবার হিমাচল প্রদেশের কিন্নর জেলাতেও ভুমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.১। যদিও ভূমিকম্পে তেমন ক্ষয়ক্ষতির খবর মেলেনি।