জলপাইগুড়িতে আধারকার্ডসহ ধৃত চিন ও নেপালের নাগরিক

জলপাইগুড়িতে আধার কার্ড দেখিয়ে হোটেল বুক করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন চিনের এক নাগরিক। ধৃত নেপালের এক বাসিন্দাসহ স্থানীয় এক ব্য়বসায়ীও।

জলপাইগুড়িতে আধার কার্ড দেখিয়ে হোটেল বুক করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন চিনের এক নাগরিক। ধৃত নেপালের এক বাসিন্দাসহ স্থানীয় এক ব্য়বসায়ীও।

author-image
IE Bangla Web Desk
New Update
aadhar card, আধার কার্ড

জলপাইগুড়িতে আধার কার্ডসহ ধৃত চিনা নাগরিক। প্রতীকী ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

আধার কার্ড বাধ্য়তামূলক করা নিয়ে যখন ধীরে ধীরে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার, ঠিক তখনই দেশে ভুয়ো আধার কার্ডের অস্তিত্ব মিলছে। এবার বিদেশিনির হাতে মিলল আধার কার্ড, ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। আধার কার্ড দেখিয়ে হোটেল বুক করতে গিয়েই হাতেনাতে ধরা পড়লেন চিনের এক নাগরিক। নকল পরিচয়পত্র দেখানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে নেপালের আরেক নাগরিককেও। একই অভিযোগে রবিবার রাতে পাকড়াও করা হয়েছে স্থানীয় এক ব্য়বসায়ীকেও। যে ঘটনায় আবারও বড়সড় প্রশ্নের মুখে দাঁড়াল আধার সুরক্ষা।

Advertisment

ধৃত তিনজনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা রুজু করা হয়েছে। সোমবার ধৃতদের স্থানীয় আদালতে তোলা হলেও অসুস্থ বোধ করায় চিনার নাগররিককে আদালতে পেশ করা হয়নি। আপাতত সাতদিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ধৃতদের। ধৃত চিনা নাগরিকের নাম ইয়ে ওয়্য়াং, ধৃত নেপালের বাসিন্দার নাম গণেশ ভট্টরাই ও ধৃত স্থানীয় ব্য়বসায়ীর নাম বিপুল আগরওয়াল বলে জানিয়েছেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সুনীল কুমার।

আরও পড়ুন, Bengal girl accidentally shoots mother: ‘খেলনার পিস্তল’ থেকে আচমকা গুলি

Advertisment

চিনা পাসপোর্ট থাকা সত্ত্বেও ওয়্য়াং আধার কার্ড হোটেলে দেখিয়েছিলেন বলে জানিয়েছেন এক পুলিশ অফিসার। ধৃতদের থেকে বেশ কিছু নকল নথিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে কী কারণে ধৃতরা জলপাইগুড়িতে এসেছিলেন, সে সম্পর্কে এখনই কিছু জানায়নি পুলিশ। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

Aadhaar Card