এনপিআর বিরোধী প্রস্তাব পেশ দিল্লি বিধানসভায়

এনপিআর প্রক্রিয়া চালু হলে, দেশের একটা বড় অংশে প্রভাব পড়বে, এই দাবি জানিয়েই বিধানসভায় প্রস্তাব পেশ করলেন আম আদমি পার্টির নেতা।

এনপিআর প্রক্রিয়া চালু হলে, দেশের একটা বড় অংশে প্রভাব পড়বে, এই দাবি জানিয়েই বিধানসভায় প্রস্তাব পেশ করলেন আম আদমি পার্টির নেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
aap, আপ, এনপিআর, এনআরসি, nrc, npr, গোপাল রাই, resolution against npr, এনপিআর বিরোধী প্রস্তাব, gopal rai, npr nrc relation aap govt, delhi govt, raghav chadha, atishi, delhi assembly, indian express bangla

গোপাল রাই। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

এনপিআর নিয়ে অমিত শাহের আশ্বাসবাণীকে বিরোধীরা যে আমল দিচ্ছে না তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। শুক্রবার দিল্লি বিধানসভায় এনপিআর বিরোধী প্রস্তাব পেশ করলেন সে রাজ্যের মন্ত্রী গোপাল রাই। এনপিআর প্রক্রিয়া চালু হলে, দেশের একটা বড় অংশে প্রভাব পড়বে, এই দাবি জানিয়েই বিধানসভায় এনপিআর বিরোধী প্রস্তাব পেশ করলেন আম আদমি পার্টির নেতা।

Advertisment

উল্লেখ্য, বৃহস্পতিবার লোকসভায় অমিত শাহ বলেন, ‘‘এনপিআর প্রক্রিয়ায় কোনও নথি লাগবে না। যদি আপনার কাছে কোনও নথি না থাকে, তাহলে তা জমা দিতে হবে না। কাউকেই সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হবে না’’।

আরও পড়ুন: এনপিআর-এ কোনও নথি লাগবে না, কাউকে সন্দেহজনক চিহ্নিত নয়: শাহ

এর আগেও এনপিআর নিয়ে সংশয় দূর করতে উদ্যত হয়েছিল মোদী সরকার। অমিত শাহের দফতরের মন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছিলেন, ‘‘এনপিআর আপডেটের জন্য কোনও নথি লাগবে না’’। এ প্রসঙ্গে তিনি আরও বলেছিলেন, বাড়ি বাড়ি এনপিআর আপডেট করার কাজ করা হবে। নাগরিকত্ব নিয়ে কোনও ভেরিফিকেশন করা হবে না। আধার কার্ডের তথ্য স্বেচ্ছায় দিতে পারেন। চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরে এনপিআরের কাজ হবে। তবে আসামে এই প্রক্রিয়া করা হবে না।

Advertisment

আরও পড়ুন:‘হাত’ ছাড়তেই জমি জালিয়াতির ফাঁসে বিজেপি নেতা জ্যোতিরাদিত্য

প্রসঙ্গত, এনপিআর-এ বাবা-মায়ের জন্মতারিখ, জন্মস্থান সংক্রান্ত তথ্য দিতে হবে বলে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল দেশজুড়ে। এনপিআর বিরোধিতায় সোচ্চার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীদের একাংশ। এই প্রেক্ষিতে শাহের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news