Advertisment

পাক বায়ুসেনার মিউজিয়ামে অভিনন্দনের ম্যানিকুইন

করাচিতে পাক বায়ুসেনার মিউজিয়ামে রাখা হল অভিনন্দনের ম্যানিকুইন।

author-image
IE Bangla Web Desk
New Update
abhinandan varthaman, অভিনন্দন বর্তমান, অভিনন্দন, অভিনন্দন বর্তমানের ম্যানিকুইন, abhinandan varthaman mannequin, abhinandan varthaman mannequin in pakistan, পাকিস্তানে অভিনন্দনের ম্যানিকুইন, pakistan air force ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন, abhinandan varthaman mannequin, india news

অভিনন্দন বর্তমানের ম্যানিকুইন।ছবি: টুইটার।

ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের ম্যানিকুইন বানাল পাকিস্তান। অভিনন্দনের ম্যানিকুইন রাখা হল পাক বায়ুসেনার মিউজিয়ামে। করাচির মিউজিয়ামে প্রদর্শন করা হয়েছে অভিনন্দনের ম্যানিকুইন।

Advertisment

উল্লেখ্য, পুলওয়ামা হামলার পর বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইকে খবরের শিরোনামে এসেছিলেন অভিনন্দন। পাক যুদ্ধবিমানকে ধাওয়া করেছিলেন অভিনন্দন। এরপরই পাক ভূ-খণ্ডে পড়ে যান অভিনন্দন। তারপরই পাকিস্তানের হাতে বন্দি হন তিনি। কিন্তু মনোবল হারাননি। ‘শত্রু’ দেশের কবলে থেকেও নিজের দেশের কোনও তথ্যই ফাঁস হতে দেননি এই উইং কমান্ডার। পাক সেনাবাহিনির জেরার মুখে শালীনতা মেনেই শুধু বলেছিলেন “সরি, আই অ্যাম নট সাপোজড টু টেল ইউ স্যার”। রাতারাতি দেশের মানুষের কাছে নায়ক হয়ে ওঠা সেই অভিনন্দনকে স্বাধীনতা দিবসে বীর চক্র সম্মানে ভূষিত করা হয়

আরও পড়ুন: ছাত্রের চুলের ছাঁটেই কমছে পরীক্ষায় পাশের হার!

abhinandan varthaman, অভিনন্দন বর্তমান, অভিনন্দন, অভিনন্দন বর্তমানের ম্যানিকুইন, abhinandan varthaman mannequin, abhinandan varthaman mannequin in pakistan, পাকিস্তানে অভিনন্দনের ম্যানিকুইন, pakistan air force ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন, abhinandan varthaman mannequin, india news অভিনন্দন বর্তমানের ম্যানিকুইন।ছবি: টুইটার।

প্রসঙ্গত, পুলওয়ামা হামলার পর বালাকোটে জঙ্গি ঘাঁটি ধ্বংসে এয়ার স্ট্রাইক করেছিল ভারতীয় বায়ুসেনা। এরপরই ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাক যুদ্ধবিমান। চলতি বছরের গত ২৭ ফেব্রুয়ারি আকাশপথে পাক হামলা বানচাল করতে আকাশে উড়ে যায় ভারতীয় বায়ুসেনার দুটি মিগ-২১ বিমান। একটি মিগ-২১ বিমানকে সে দেশে গুলি করে নামায় পাকিস্তান। এরপরই পাক সেনার মুখপাত্র দাবি করেন, অভিনন্দন নামে এক ভারতীয় পাইলটকে তাঁদের হেফাজতে নেওয়া হয়েছে। অভিনন্দনকে ফেরাতে তৎপর হয়ে ওঠে নয়া দিল্লি। “কোনওরকম দর কষাকষি নয়, অবিলম্বে অক্ষত অবস্থায় অভিনন্দনকে ফেরানো হোক,” এই দাবিই পাকিস্তানের কাছে করে ভারত। অভিনন্দনের ঘরে ফেরা ঘিরে চরম উৎকন্ঠা তৈরি হয়। শেষমেশ শান্তি রক্ষার্থে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারকে ছাড়ার সিদ্ধান্তের কথা জানান পাক প্রধানমন্ত্রী ইমরান খান। দীর্ঘ প্রতীক্ষার পর গত ১ মার্চ ওয়াঘা সীমান্ত পেরিয়ে দেশে ফেরেন উইং কমান্ডার।

Read the full story in English

International news national news
Advertisment