Advertisment

Adani stocks crash : বিরাট ফাঁপরে বিনিয়োগকারীরা, আদানি শেয়ার দর পড়ল রকেট গতিতে

Adani stocks crash : আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকায় ঘুষ ও প্রতারণার অভিযোগের ভিত্তিতে ভারতের শেয়ারবাজারে আদানি গ্রুপের শেয়ারগুলি মুখ থুবড়ে পড়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
adani share crashes

শেয়ার বাজারে শোকের ছায়া

Adani stocks crash : আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকায় ঘুষ ও প্রতারণার অভিযোগের ভিত্তিতে ভারতের শেয়ারবাজারে আদানি গ্রুপের শেয়ারগুলি মুখ থুবড়ে পড়েছে। আদানি গ্রুপের শেয়ারের দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত পড়েছে।  আদানি এনার্জি সলিউশনের শেয়ার দর নেমেছে প্রায় ২০ শতাংশ। গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজের শেয়ার ১০ শতাংশ কমেছে। আদানি বন্দরের শেয়ারের দামও কমেছে ১০ শতাংশ, অম্বুজা সিমেন্টের শেয়ার কমেছে ১০ শতাংশ এবং আদানি পাওয়ারের শেয়ার দরে ১৬ শতাংশ পতন দেখা গেছে।

Advertisment


বৃহস্পতিবার শেয়ার বাজার খোলার সাথে সাথে আদানি গ্রুপের শেয়ারে শোকের ছায়া নেমে আসে। গ্রুপের তালিকাভুক্ত ১০টি কোম্পানির সবকটির শেয়ারই ব্যাপক পতন হয়েছে। আদানি এনার্জি সলিউশনের শেয়ার দর প্রায় 20 শতাংশ কমে যায়। আদানি টোটাল গ্যাসের শেয়ারের দর কমেছে ১৪ শতাংশ। আদানি গ্রীন এনার্জির শেয়ার দর ১৮ শতাংশ কমেছে। যেখানে আদানি উইলমারের শেয়ার ৮ শতাংশ কমেছে। NDTV শেয়ার ৯.৯৪ শতাংশ কমে ১৫২.০২ টাকা হয়েছে। আদানি পাওয়ারের শেয়ার ১৫.৩৪ শতাংশ কমেছে। অপরদিকে  আদানি এন্টারপ্রাইজের শেয়ার ২৫৩৯ টাকায় নেমে আসে।  

এখনও জেলের বাইরে কেন? আদানি ইস্যুতে জোরালো প্রশ্ন! মোদী সরকারকে নিশানা রাহুলের

আদানি এখনও কেন জেলের বাইরে?  অবিলম্বে তাকে গ্রেফতার করা  উচিত...! শিল্পপতির বিরুদ্ধে অভিযোগে মোদী সরকারকে বিঁধে গর্জে উঠলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।  

 শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে তোলপাড় ফেলা অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার জাতীয় রাজনীতি। আমেরিকায়, তাঁর বিরুদ্ধে ২ বিলিয়ন ডলারের জালিয়াতির অভিযোগ সামনে এসেছে। এরপরই আসরে বিরোধীদল নেতা রাহুল গান্ধী। আদানির বিরুদ্ধে অভিযোগ সামনে আসার পরই সাংবাদিক সম্মেলন করে তাঁকে গ্রেফতারের দাবি জানান রাহুল। তিনি বলেন, আমেরিকা যে তদন্ত পরিচালিত করেছে তাতে দেখা গিয়েছে তিনি কেবল আমেরিকা নয়, ভারতেরও আইন ভঙ্গ করেছেন।

Adani
Advertisment