'Aero India নেহাতই একটি শো'নয়, আজ দেশের শক্তির উদাহরণ', ঘোষণা প্রধানমন্ত্রীর

Aero India 2023-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন....

Aero India 2023-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন....

author-image
IE Bangla Web Desk
New Update
Bengaluru news,Karnataka new,Aero India Show,Aero India 2023,PM Modi,Narendra Modi

Aero India নেহাতই একটি শো'নয়, আজ দেশের শক্তির উদাহরণ': প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বেঙ্গালুরুতে Aero India 2023-এর ১৪ তম সংস্করণের উদ্বোধন করেছেন। ইয়েলাহাঙ্কায় এয়ার ফোর্স স্টেশনে Aero India 2023-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'Aero India শো, ভারতের একটি নতুন দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে'। তিনি বলেন, “Aero India নতুন ভারতের নতুন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে। একটা সময় ছিল যখন এটাকে স্রেফ একটা শো হিসেবে ধরা হতো। গত কয়েক বছরে এই ধারণা পাল্টেছে। আজ এটা শুধু প্রদর্শন নয়, ভারতের শক্তিও। এই Aero India শো ভারতের প্রতিরক্ষা শিল্প এবং নতুন সুযোগের ওপরে আলোকপাত করে"।

Advertisment

মোদী বলেন, “অ্যারো ইন্ডিয়ার এই ইভেন্ট ভারতের ক্রমবর্ধমান সম্ভাবনার উদাহরণ। এতে বিশ্বের প্রায় ১০০টি দেশের উপস্থিতি প্রমাণ করে যে ভারতের প্রতি বিশ্বের বিশ্বাস কতটা বেড়েছে। তিনি আরও বলেন, “৩২টি দেশের প্রতিরক্ষা মন্ত্রী, ২৯টি দেশের বিমান বাহিনী প্রধানরাও অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত এই শো তার অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। মহাকাশ ও প্রতিরক্ষা খাতে দেশের সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে একটি শক্তিশালী এবং আত্মনির্ভরশীল ‘নতুন ভারত’-এর উত্থানকে উন্নীত করাই এর লক্ষ্য। MSME,দেশীয় স্টার্ট আপ এবং বিশ্বের সুপরিচিত সংস্থার প্রতিনিধিরা এই শো'তে অংশ নিয়েছে। তিনি আরও যোগ করেছেন, “আমাদের লক্ষ্য ২০২৪-২৫ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে রপ্তানির পরিমাণ ১.৫ বিলিয়ন থেকে বাড়িয়ে ৫ বিলিয়ন ডলারে পরিণত করা।

আরও পড়ুন: < স্পাই বেলুনের চক্করে ঘুম উড়েছে বাইডেন প্রশাসনের…একই ঘটনার পুনারবৃত্তিতে বড়সড় নাশকতার ইঙ্গিত >

Advertisment

ভবিষ্যতে কী কী অস্ত্র পাবে বায়ুসেনা, তারই এক ঝলক দেখা যাবে এই শো-তে। এবারের অনুষ্ঠানে সবচেয়ে বড় আকর্ষণ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি Archer-NG Drone-কে ঘিরে। প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO-র তৈরি এই ড্রোন প্রায় ৩০০ কেজি বিস্ফোরক বা অস্ত্র বহনে সক্ষম। প্রায় ২২ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে এই ড্রোন। একটানা ১২ ঘণ্টা উড়ে ২২০ কিমি পাড়ি দেওয়ার ক্ষমতা রয়েছে Archer-NG ড্রোনের। এটি ছাড়াও Tapas-BH ড্রোনও থাকবে এবারের Aero India-র প্রদর্শনীতে। প্রায় ২৮ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে এই ড্রোন। এই ধরনের ড্রোন ব্যবহার করে চিন ও পাকিস্তান। সেই কারণেই দ্রুত এই ড্রোন হাতে পেতে চাইছে সেনার তিন বিভাগ।

Aero India 2023 অনুষ্ঠানের এক ভাষণে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘Aero India আসলে এমন একটি প্রদর্শনী যার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে – ‘উচ্চতা এবং গতি’। এই দুটি গুণ প্রধানমন্ত্রীর ‘কার্যকারিতা এবং ব্যক্তিত্বকে’ সংজ্ঞায়িত করে। ভারতের প্রতি সততা এবং প্রতিশ্রুতির উচ্চতা, সিদ্ধান্ত গ্রহণের গতি এবং ফলাফল প্রদান। বেঙ্গালুরুতে AeroIndia2023-এর উদ্বোধনী অনুষ্ঠানে ফ্লাইপাস্ট চলাকালীন গুরুকুল গঠনের নেতৃত্ব দিচ্ছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী। ভারতীয় বায়ুসেনার Mi 17 V5 বিমানে করে অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

modi