/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/Rangina-Kargar.jpg)
ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আফগান মহিলা সাংসদের
বন্ধু দেশ আফগানিস্তানের সবসময় পাশে রয়েছে ভারত। আফগান ভাই-বোনদের বিপদের সময়ে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আফগানে আটকে পড়া ভারতীয়ই শুধু নয়, শরণার্থীদেরও আশ্রয় দিচ্ছে ভারত। কিন্তু ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনলেন আফগান মহিলা সাংসদ। অভিযোগ, দিল্লিতে আসার পর তাঁকে ফেরত পাঠানো হয়েছে বিমানবন্দর থেকে। তালিবান ক্ষমতা দখলের পাঁচ দিন পরই এই ঘটনা হয়েছে বলে তাঁর অভিযোগ।
রঙ্গিনা কারগার, ফারইয়াব প্রদেশের ওলেসি জিরগার সাংসদ বলেছেন, গত ২০ অগস্ট ইস্তানবুল থেকে দুবাইয়ের একটি বিমানে নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তিনি। তাঁর কাছ কূটনৈতিক পাসপোর্টও রয়েছে। যার ফলে ভিসা ছাড়াই তিনি ভারতে আসতে পারেন। একদিন আগেই বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, ভারতের একমাত্র লক্ষ্য হল আফগানিস্তান এবং সেই দেশের মানুষের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক অটুট রাখা। তার পরেও এই ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ!
১১ বছর ধরে কারগার সাংসদ। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেছেন, এর আগে ভারতে তিনি বহুবার এসেছেন। একই পাসপোর্ট দেখিয়েই তিনি ঢোকেন দেশে। এর আগে কোনও সমস্যা হয়নি। কিন্তু এবার অভিবাসন আধিকারিক তাঁকে অপেক্ষা করতে বলেন। উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে আলোচনা করে তাঁকে ছাড়া হবে বলে জানানো হয়। দুঘণ্টা পর একই বিমানে তাঁকে ইস্তানবুলে ফেরত পাঠানো হয়।
আরও পড়ুন রাষ্ট্রসংঘের কর্মীদের হুমকি, মারধর তালিবানের, প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
৩৬ বছরের কারগারের অভিযোগ, "আমাকে ফেরত পাঠানো হয়। অপরাধীর মতো আমার সঙ্গে আচরণ করা হয়েছে। দুবাইয়ে আমার পাসপোর্ট দেওয়া হয়নি আমাকে। ইস্তানবুলে নামার পর সেটা দেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন, আমার সঙ্গে ওরা যেটা করল সেটা ঠিক নয়। কাবুলের পরিস্থিতি খারাপ, আমি ভেবেছিলাম ভারত সরকার একজন আফগান মহিলাকে সাহায্য করবে। কেন আমাকে ফেরত পাঠানো হল, তাঁর কোনও কারণ জানানো হয়নি।" এদিকে, এই বিষয়ে বিদেশ মন্ত্রকের কাছে কোনও খবর নেই বলে জানানো হয়েছে।
কয়েকদিন আগেই প্রথম আফগান শিখ মহিলা সাংসদ আনারকলি কৌর হোনারইয়ার এবং আরেক শিখ সাংসদ নরিন্দর সিং খালসা ভারতে এসেছেন। এরা দুজনেই ভারতীয় উদ্ধারকারী বিমানে আসেন। কারগারের দাবি, "ওই বিমানগুলি ভারতীয় এবং আফগান ভারতীয়দের জন্য ছিল। আফগান শরণার্থীদের জন্য নয়।" তিনি বলেছেন, ২০ অগস্ট দক্ষিণ দিল্লির হাসপাতালে ডাক্তার দেখানোর কথা ছিল তাঁর। তারপর ২২ অগস্ট ইস্তানবুল ফেরার বিমানের টিকিট ছিল।
আরও পড়ুন আফগান থেকে উদ্ধার ৭৮ জন কোভিড নেগেটিভ! আইটিবিপির দাবিতে ট্যুইট মুছলেন বিজেপি নেতা
ভারতে তিনি একাই আসেন। স্বামী ফাহিম ও চার সন্তান ইস্তানবুলেই রয়েছে। জুলাই মাস থেকে সেখানেই ছিলেন তাঁরা। কারগার দুঃখ করে বলেছেন, "গান্ধিজির ভারতের কাছে এটা আশা করিনি। আমরা বরাবর ভারতের বন্ধু। দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক উন্নত। ঐতিহাসিকও বটে। কিন্তু এই পরিস্থিতিতে একজন মহিলা তথা সাংসদের সঙ্গে এমন ব্যবহার আশা করা যায় না। এয়াপোর্টে ওরা আমাকে বলেন, দুঃখিত, আপনার জন্য কিছু করতে পারব না।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন