Advertisment

কাবুলে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৭

আফগানিস্থানের নিরাপত্তা আধিকারিকদের সূত্রে জানা যাচ্ছে, জখমরা ভারত বা নেপালের বাসিন্দা হতে পারেন। জখমদের শনাক্ত করার কাজ চালাচ্ছে কাবুল পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
kabul blast, কাবুলে বিস্ফোরণ, আফগানিস্তানে বিস্ফোরণ, afghanistan blast, blast in kabul, কাবুলে গাড়ি বোমা বিস্ফোরণ, taliban, তালিবান, তালিবান হামলা, taliban attack, taliban peace deal, indian express bangla

ছবি: টুইটার।

গাড়ি বোমা বিস্ফোরণে কাঁপল আফগানিস্তানের কাবুল। বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ৭ জন। জখম হয়েছেন আরও ১০ জন। জখমদের মধ্যে ৪ বিদেশি নাগরিক রয়েছেন। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে এমনটাই জানা যাচ্ছে। বৈদেশিক নিরাপত্তা সংস্থার গাড়িকে টার্গেট করেছিল হামলাকারীরা। এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ।

Advertisment

আরও পড়ুন: ভারতের প্রধান বিচারপতির কার্য্যালয় তথ্যের আইনের আওতাধীন, রায় সুপ্রিম কোর্টের

হামলা প্রসঙ্গে অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, কানাডার নিরাপত্তা সংস্থার একটি গাড়িকে নিশানা করেছিল হামলাকারীরা। ওই নিরাপত্তা সংস্থার ৪ কর্মী জখম হয়েছেন। তবে জখম ৪ জন কোন দেশের নাগরিক সে ব্যাপারে কিছু জানানো হয়নি। আফগানিস্থানের নিরাপত্তা আধিকারিকদের সূত্রে জানা যাচ্ছে, জখমরা ভারত বা নেপালের বাসিন্দা হতে পারেন। জখমদের শনাক্ত করার কাজ চালাচ্ছে কাবুল পুলিশ।

আরও পড়ুন: বাংলাদেশে ২টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, মৃত কমপক্ষে ১৬

উল্লেখ্য, ২ অধ্যাপক, একজন আমেরিকান ও একজন অস্ট্রেলিয়ানের বিনিময়ে ২ তালিবান কমান্ডার, হাক্কানি জঙ্গি দলের এক নেতাকে মুক্ত করা হয়। এই পদক্ষেপের পর আশা করা হয়েছিল যে, আফগানিস্তানে পরিস্থিতি শান্ত হবে। কিন্তু এদিন ফের হামলা ঘটল।

Read the full story in English

International news
Advertisment