Advertisment

Israel-Hezbollah War: নাসরাল্লাহর মৃত্যুতে 'আতঙ্কিত' ইরান! রাষ্ট্রসংঘে বিশেষ অনুরোধ, চরম হুমকি নেতানিয়াহু'র

Israel-Hezbollah War: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ডকে একটি 'ঐতিহাসিক মোড়' হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে এর ফলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হতে পারে। তিনি সামনের চ্যালেঞ্জিং দিন সম্পর্কে ইজরায়েলের বাহিনীকে সতর্ক করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Israel-Hezbollah War

নাসরাল্লাহর মৃত্যুতে 'আতঙ্কিত' ইরান! রাষ্ট্রসংঘে বিশেষ অনুরোধ, চরম হুমকি নেতানিয়াহু'র

Israel-Hezbollah War: নাসরাল্লাহ'র মৃত্যুতে আতঙ্কিত ইরান! লেবানন সীমান্তে মোতায়েন শ'য়ে শ'য়ে ট্যাংক।  স্থল অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইজরায়েল। এর মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে 'নিরাপদ স্থানে' পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisment

লেবাননের সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল্লাহ সর্বোচ্চ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এরপর থেকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ইজরায়েলের কর্মকাণ্ড নিয়ে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বানও জানিয়েছে ইরান। এদিকে, সম্ভাব্য 'প্রতিশোধে'র আশঙ্কায় ইজরায়েলি নিরাপত্তা বাহিনীকে চূড়ান্ত সতর্ক করা হয়েছে। ইজরায়েলি বাহিনীর হাতে হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর ইরান রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদকে (ইউএনএসসি) লেবানন ও বিস্তীর্ণ অঞ্চলে ইজরায়েলের কর্মকাণ্ড নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে।

স্বাস্থ্যে আবারও বড়সড় সংকটের আশঙ্কা! ফের টানা কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের

ইরানের রাষ্ট্রসংঘের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি ১৫ সদস্যের কাউন্সিলকে পদক্ষেপের আহ্বান জানিয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। তারা তাদের কূটনীতিক ও প্রতিনিধিদের উপর যে কোনো হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এ ছাড়া তিনি অখণ্ডতার নীতির ওপর জোর দিয়ে বলেন, ইরান আর কোনো আগ্রাসন বরদাস্ত করবে না।

ইজরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষের লেটেস্ট আপডেট  

লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে,  শনিবার ইজরায়েলি বিমান হামলায় ৩৩ জন নিহত ও ১৯৫ জন আহত হয়েছেন।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ডকে একটি 'ঐতিহাসিক মোড়' হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে এর ফলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হতে পারে। তিনি সামনের চ্যালেঞ্জিং দিন সম্পর্কে ইজরায়েলের বাহিনীকে সতর্ক করেছেন।

হিজবুল্লাহ প্রধান সাইয়্যেদ হাসান নাসরাল্লাহর মৃত্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 'ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার' বলে অভিহিত করেছেন।

ইরানের প্রেসিডেন্ট সহ বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক হত্যা অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা উল্লেখ করেছেন।  

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দুই সপ্তাহেরও কম সময়ে ইজরায়েলি বিমান হামলায় ১৫৬ জন মহিলা ও ৮৭ শিশুসহ মোট ১,০৩০ জন নিহত হয়েছে।

হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ ছাড়াও ইজরায়েল হিজবুল্লাহর গোয়েন্দা প্রধান হাসান খলিল ইয়াসিন, ড্রোন ইউনিট প্রধান মোহাম্মদ সরুর, ইব্রাহিম মুহাম্মদ কুবাইসি এবং ইব্রাহিম আকিলকেও হত্যা করেছে।

শুক্রবার, বৈরুতে বিমান হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং১০৮ জন আহত হয়েছে।  

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের আয়াতুল্লাহ সরকারকে সতর্ক করে বলেছেন, যারা ইজরাইলকে টার্গেট করেছে তাদের চরম পরিণতি ভোগ করতে হবে।  তিনি হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে  ইরানকে টার্গেট করেছেন।

সাসপেন্ড হতেই চড়ল সুর, দেব-কুনালকে 'তুলোধোনা' রাজন্যার

 

Iran Israel
Advertisment