Rajanya On Kunal Ghosh: সাসপেন্ড হতেই সরাসরি তৃণমূল নেতা কুনাল ঘোষ থেকে শুরু করে অভিনেতা সাংসদ দেবকে নিশানা যাদবপুর-ডায়মন্ড হারবারের তৃণমূলের ছাত্র সংগঠনের বহিষ্কৃত সহ সভাপতি রাজন্যা হালদারের। 'শিল্পী সত্ত্বা থেকেই ছবি, এর মধ্যে কোন রাজনীতি নেই' বলেই উল্লেখ করেন তিনি। পাশাপাশি রাজন্যা এদিন সংবাদ মাধ্যমের সামনে কুনাল ঘোষকে নিশানা করে বলেছেন,'কুণাল ঘোষ যে পুজোর গান লিখেছেন তা কী তিনি দলকে জানিয়ে লিখেছিলেন'?
একই সঙ্গে রাজন্যার নিশানায় অভিনেতা সাংসদ দেবও। নিজের বহিষ্কারের সুপারিশের পালটা তিনি দেবকে নিশানা করে বলেন, " দেব দা যখন 'প্রধান' বানিয়েছিলেন তখন তিনি কী দলকে জানিয়ে বানিয়েছিলেন আমার মনে হয় না"। সেই সঙ্গে তিনি বলেছেন, "আমি মনে করি না দলীয় কাজের বাইরে শিল্পভাবনার ক্ষেত্রে দলকে জানানোর কোন প্রয়োজন আছে"। আরজি করের ঘটনার সঙ্গে ছবির কোন সম্পর্ক নেই সেকথা মনে করিয়ে রাজন্যা বলেন, " ছবির সঙ্গে আরজি করে ঘটনার কোন সরাসরি যোগ নেই। ছবি দেখে যদি দল যদি সিদ্ধান্ত নিত তাহলে ভালো হত। আশা রাখি দল ছবি দেখে সিদ্ধান্ত পূর্ণবিবেচনা করবে"।
সাগর দত্তে তুলকালাম, হাসপাতালে আরজি করের জুনিয়র ডাক্তাররা, স্বাস্থ্য সচিবকে ঘিরে স্লোগান
তিলোত্তমাদের গল্প নিয়ে স্বল্প দৈর্ঘের ছবি 'আগমনী' মুক্তি পেতে চলেছে। টিএমসিপির দুই নেতা-নেত্রী প্রান্তিক ও রাজন্যা জুটির এই ছবিকে নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। এই প্রেক্ষাপটেই ২ জনেই সাসপেন্ড করেছে দল। মহালয়ার দিন এই ছবি মুক্তির আগেই শুক্রবার রাতে তৃণমূল ছাত্র পরিষদ সাসপেন্ড করেছে প্রান্তিক চক্রবর্তী ও রাজন্যা হালদারকে। প্রান্তিক ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি ও রাজন্যা যাদবপুর-ডায়মন্ড হারবারের তৃণমূলের ছাত্র সংগঠনের সহসভাপতি।
প্রান্তিক ও রাজন্যা দুজনেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছেন, শিল্পী সত্ত্বা থেকেই তাঁরা এই স্বল্প দৈর্ঘের ছবি তৈরি করছেন। শুধু আরজি করের নির্যাতিতি নন, সমাজের সকল স্তরের নির্যাতিতার কাহিনী থাকছে এতে। পাশাপাশি প্রতিবাদ ও জন জাগরণের ভাষাও থাকবে এই ডকুমেন্টারিতে। দল শাস্তিমূলক ব্যবস্থা নিলেও ২ অক্টোবর আগমনী মুক্তির সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছে না রাজন্যারা। তাঁর বক্তব্য, "শর্ট ফিল্মটা দেখার পর বিচার করা উচিত ছিল। এখানে কোনও বিচারাধীন বিষয় দেখানো হচ্ছে না।"
উৎসব আবহে মাসের ১৫ দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক, অক্টোবরে চরম ভোগান্তির আশঙ্কা গ্রাহকদের
আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য। নির্যাতিতার বিচারের দাবিতে গণআন্দোলন থেকে রাজনৈতিক দলগুলির আন্দোলন জারি রয়েছে। জুনিয়র চিকিৎসকরা নির্যাতিতার বিচারের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাঁরা টানা আট দিন স্বাস্থ্য দফতরের সামনের রাস্তায় অবস্থান বিক্ষোভ করেছে। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার তদন্ত করছে সিবিআই। প্রমান লোপাটের তদন্তও চলছে একইসঙ্গে। এই আন্দোলন নিয়ে যথেষ্ট বেকায়দায় রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেসের মন্ত্রী থেকে সাংসদ বা বিধায়ক একাংশ প্রকাশ্যে হুমকি দিয়েছেন আন্দোলনকারীদের। এই আবহেই তৃণমূল ছাত্র পরিষদের দুই পরিচিত মুখের আরজি কর ঘটনার পটভূমিকায় আগমনী, তিলোত্তমাদের গল্প তোলপাড় ফেলল তৃণমূল কংগ্রেসের অন্দর মহলে। প্রান্তিক ও রাজন্যকে দলবিরোধী কার্যকলাপের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে লিখিত ভাবে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।