Advertisment

Air India Flight: তীব্র গরমে দমবন্ধ পরিস্থিতি, ঘন্টার পর ঘন্টা এসি ছাড়াই বিমানে আটকে যাত্রীরা, শোরগোল ফেলা ঘটনায় উত্তাল বিমানবন্দর

যান্ত্রিক ত্রুটির কারণে দিল্লি বিমানবন্দরে থমকে যায় এয়ার ইণ্ডিয়ার ঘন্টা দিল্লি থেকে সান ফ্রান্সিসকো যাওয়ার বিমান।

author-image
IE Bangla Web Desk
New Update
air India,

দিল্লি থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত এয়ার ইন্ডিয়ার ফ্লাইট প্রায় 18 ঘন্টা বিলম্বিত হয়েছিল (চিত্র ক্রেডিট: অভিষেক শর্মা/এক্স)

Delhi to San Francisco Air India Flight: ফের এয়ার ইন্ডিয়ার বিমানের চূড়ান্ত অব্যবস্থার ছবি প্রকাশ্যে। দিল্লি বিমানবন্দরে আট ঘণ্টারও বেশি সময় ধরে থমকে এয়ার ইন্ডিয়ার বিমান। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ না করায় প্রচণ্ড গরমে বিমানের মধ্যেই অজ্ঞান হয়ে গেলেন একাধিক যাত্রী।

Advertisment

যান্ত্রিক ত্রুটির কারণে দিল্লি বিমানবন্দরে থমকে যায় এয়ার ইণ্ডিয়ার ঘন্টা দিল্লি থেকে সান ফ্রান্সিসকো যাওয়ার বিমান। অভিযোগ প্রচণ্ড গরমে দীর্ঘ সময় বিমানেই বসিয়ে রাখা হয় যাত্রীদের। চূড়ান্ত অব্যবস্থার মাঝেই এয়ার ইন্ডিয়ার বিমানে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন যাত্রী। তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লি বিমানবন্দরে।

কী ঘটেছিল?

একদিকে তীব্র গরমে হাসফাঁস অবস্থা। অন্যদিকে প্রচণ্ড গরমেও মধ্যেই বিমান কর্মীদের গাফিলতির কারণে বিমানে এসি ছাড়াঈ প্রায় আটঘন্টা কাটাতে হয় যাত্রীদের। বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দরে চূড়ান্ত অব্যবস্থার ছবি ধরা পড়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে দিল্লি বিমান বন্দরে থমকে যায় দিল্লি থেকে সান ফ্রান্সিসকো যাওয়ার এয়ার ইন্ডিয়ার বিমান। ঘটনার জেরে দীর্ঘ সময় প্রচণ্ড গরমে যাত্রীদের বিমানের ভিতর অপেক্ষা করতে হয়। যাত্রীদের অভিযোগ, দীর্ঘ সময় বিমানের এসি বন্ধ ছিল। ফলে গরমে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন যাত্রী। অনেক যাত্রী অজ্ঞান হয়ে পড়েন।

আরও পড়ুন : < Bhangar Chaos: আবারও বোমাবাজি ভাঙড়ে, রেহাই নেই শিশুরও, আতঙ্কের এলাকায় অশান্তির স্রোত >

এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 183, গতকাল বিকেল ৩টে বেজে ২০ মিনিটে দিল্লি থেকে সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও বিমানটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। জানা গিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণেই নির্ধারিত সময়ে উড়তে পারেনি বিমানটি। বিমানটি ২০ ঘন্টা দেরিতে ছাড়বে বলে জানানো হয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ এয়ার ইন্ডিয়াকে ট্যাগ করে অনেক যাত্রী তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।

আরও পড়ুন : < PM Modi Meditates At Vivekananda Rock: ধ্যানস্থ মোদী! ৪৫ ঘন্টার কঠোর তপস্যায় কী কী খাচ্ছেন প্রধানমন্ত্রী? >

কী অভিযোগ যাত্রীদের?

অভিষেক শর্মা নামের এক্স ব্যবহারকারী জানিয়েছেন, "তাঁর বাবা-মা ফ্লাইটে ভ্রমণ করছেন। বৃহস্পতিবার (৩০ মে) সকল যাত্রীদের এসি না চালিয়ে বিমানে উঠানো হয়। তারপর প্রচণ্ড গরমে দীর্ঘ সময় বিমানে অপেক্ষা করতে হয়। শুক্রবার (৩১ মে) সকালে অভিষেক জানান, রাত ২টো নাগাদ যাত্রীদের হোটেলে স্থানান্তরিত করা হয়। বিমানটি আজ সকাল ১১ টায় সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। আমার বাবা-মা বিমানবন্দরে পৌঁছেছেন, কিন্তু মনে হচ্ছে এই ফ্লাইটটিও বাতিল করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে কেউ সাহায্য করছে না"।

আরও পড়ুন : < Prajwal Revanna Arrest: দেশে ফেরার সঙ্গে সঙ্গেই গ্রেফতার দেবেগৌড়ার নাতি, SIT-র ম্যারাথন জেরার মুখে প্রজ্জ্বল রেভান্না >

যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে এয়ার ইন্ডিয়া

এয়ার ইন্ডিয়া, এক্স-এ এক পোস্টে যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা চেয়েছে। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে "প্রযুক্তিগত সমস্যার কারণে বিমান নির্ধারিত সময়ে দিল্লি বিমানবন্দর থেকে উড়ে যেতে পারেনি শুক্রবার বিকেলে বিমানটির নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে উড়ে যাবে"।

USA delhi Air India
Advertisment