কোটি কোটি টাকার ঋণের চাপে একে হিমশিম অবস্থা। তার উপর রয়েছে পিঠে আর্থিক ক্ষতির বোঝা। এই দুইয়ের সাঁড়াশি চাপে জেরবার অবস্থায় আকাশে উড়ছে এয়ার ইন্ডিয়ার উড়ান। চাপ সামাল দিতে তাই এবার নিজেদের আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ক্ষতির বোঝা বইতে বইতে তাই এবার ঘুরে দাঁড়ানোর জন্য ৭০টিরও বেশি আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি বিক্রি করা হচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন সংস্থার এক শীর্ষ আধিকারিক। তিনি আরও জানিয়েছেন যে, এই সম্পত্তি বিক্রি করে প্রায় ৭০০-৮০০ কোটি টাকা পাওয়া যাবে।
এ প্রসঙ্গে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, "৭০টি সম্পত্তি ই-নিলাম করলে আমরা ৭০০-৮০০ কোটি টাকা হাতে পাব। যে সম্পত্তিগুলো নিলামে তোলা হবে, তার মধ্যে কয়েকটি সম্পত্তি আমরা আগেই ব্লক করে দিয়েছিলাম। কিন্তু তখন কোনও ক্রেতাকে পাচ্ছিলাম না আমরা।" দেশের ১৬টিরও বেশি শহরে ছড়িয়ে রয়েছে ওই সম্পত্তি। উল্লেখ্য, গত মাসেই ১৪টি সম্পত্তি বিক্রি করেছিল এয়ার ইন্ডিয়া। সেসময় মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, পুনে ও অমৃতসরে থাকা সম্পত্তি বিক্রি করা হয়।
আরও পড়ুন, মদ না দেওয়ায় বিমানকর্মীর সঙ্গে ‘অভব্য আচরণ’ যাত্রীর!
অন্যদিকে, এয়ার ইন্ডিয়ার ঋণের বোঝা দাঁড়িয়েছে প্রায় ৫৫ হাজার কোটি টাকায়। এছাড়াও রয়েছে ব্যাপক ক্ষতির অঙ্ক। এয়ার ইন্ডিয়ার অডিটেড অ্যাকাউন্টস সূত্রে জানা গিয়েছে, ২০১৬-১৭ সালে মোট ক্ষতির পরিমাণ ছিল ৪৭,১৪৫.৫২ কোটি টাকা। গত মে মাসে সরকারের তরফে বলা হয়েছিল যে, মুম্বই, চেন্নাইয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সম্পত্তি মুদ্রাকরণ করে ৫৪৩.০৩ কোটি টাকা পেয়েছিল এয়ার ইন্ডিয়া। এদিকে, নরিম্যান পয়েন্টে নিজেদের আগের প্রধান কার্যালয় ভাড়া দিয়ে ২০১৩ অর্থবর্ষ ও ২০১৮ সালের মধ্যে ২৯১ কোটি টাকা সংগ্রহ করেছে এয়ার ইন্ডিয়া।
Read the full story here in English