দেশে ছেড়ে পালাতে বাধা শ্রীলঙ্কার বিদায়ী রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষের ভাই তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষেকে। মঙ্গলবার ভোরে শ্রীলঙ্কা ছেড়ে পালানোর চেষ্টা করেন বাসিল রজাপক্ষে। তবে তাঁর সেই চেষ্টা সফল হয়নি। কলম্বো বিমানবন্দরের কর্মীরাই তাঁকে বাধা দেন।
এদিন সোশ্যাল মিডিয়ায় ফোনে তোলা বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিগুলিতে দেখা যাচ্ছে সাধারণ বিমানযাত্রীরা টার্মিনালে এদিন বাসিল রাজারক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁকে যাতে কোনওমতেই দেশে থেকে পালাতে দেওয়া না হয় সেব্যাপারেই বারবার অনুরোধ করছিলেন যাত্রীরা। বিমানবন্দরের ভিআইপি ডিপার্চার লাউঞ্জে ইমিগ্রেশনের আধিকারিকরাও বাসিল রাজপক্ষেকে দেখেই কাজ বন্ধের সিদ্ধান্ত নেন।
শ্রীলঙ্কা ইমিগ্রেশন অ্যান্ড ইমিগ্রেশন অফিসার অ্যাসোসিয়েশন একটি বিবৃতিতে জানিয়েছে, দেশের বর্তমান সংকটজনক পরিস্থিতিতে বিমানবন্দরের এই টার্মিনাল ব্যবহার করে বিপুল সংখ্যক অভিযুক্ত প্রাক্তন রাজনৈতিক নেতা দেশ ছেড়ে পালাতে পারেন। তাঁদের সেই চেষ্টা রুখতেই আধিকারিকদের এই সিদ্ধান্ত।''
জানা গিয়েছে, এদিন কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে বাসিল রাজাপক্ষেকে দেখেই উত্তেজনা তৈরি হয়। বাসিল দেশ ছেড়ে পালানোর মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন। এমনকী তাঁর পরিচয় যাতে গোপন থাকে এদিন সেই চেষ্টাও করেছেন তিনি। তবে তাঁর সেই চেষ্টা সফল হয়নি। বিমানবন্দরের কর্মীরাই তাঁকে দেশ ছেড়ে পালাতে দেননি। নিউজ ওয়েবসাইট আদাদেরেনা এর আগে বাসিল রাজাপক্ষের শ্রীলঙ্কা ছেড়ে পালানোর চেষ্টার খবর জানিয়েছিল।
আরও পড়ুন- কোভিডের কোপে কমেছে মানুষের আয়ু, চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের
উল্লেখ্য, প্রবল অর্থনৈতিক সংকটে ধুঁকছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতির জন্য রাজাপক্ষে পরিবারের ভুল নীতিই দায়ী বলে অভিযোগ। সেই কারণে তাঁদের উপরেই দেশবেসীর সীমাহীন ক্ষোভ। এর আগে গত শনিবার হাজার-হাজার জনতা তাণ্ডব চালায় রাষ্ট্রপতি ভবনে।
ঠিক তার আগেই রাষ্ট্রপতি ভবন ছেড়ে পালিয়ে যান গোটাবায়া রাজাপক্ষে। তিনি পালিয়ে এখন কোথায় আছেন, তা কারও জানা নেই। কেউ কেউ বলছেন, ইতিমধ্যেই গোটাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন।
গোটাবায়া রাজাপক্ষের ভাই বাসিল রাজাপক্ষে ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন অর্থমন্ত্রী। তিনিও বিপদের আঁচ করছেন। তাই মঙ্গলবার কাকভোরে কলম্বো বিমানবন্দর থেকে দেশ ছেড়ে পালানোর প্ল্যান করেছিলেন তিনি। তবে তাঁর সেই চেষ্টা সফল হয়নি।