Advertisment

প্রত্যয়ী ঐশী: ভয় পাইনি, আক্রান্ত হওয়ার প্রমাণ রয়েছে

‘‘আমরা কোনও অন্যায় করিনি। দিল্লি পুলিশকে ভয় পাই না। আমরা আইনের পথেই চলব। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে আমাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাব’’।

author-image
IE Bangla Web Desk
New Update
aishe ghosh, ঐশী ঘোষ

ঐশী ঘোষ। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

‘কোনও অন্যায় করিনি, ভয় পাইনি’, জেএনইউ ক্যাম্পাসে হামলার ঘটনায় দিল্লি পুলিশের সন্দেহভাজনের তালিকায় নাম থাকার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে এ ভাষাতেই সরব হলেন ঐশী ঘোষ। এ প্রসঙ্গে জেএনইউ-র ছাত্র সংসদের সভানেত্রী বলেন, দিল্লি পুলিশ ঘটনার তদন্ত তাদের মতো করে করতেই পারে। কিন্তু আমি কীভাবে সেদিন আক্রান্ত হয়েছি, তার প্রমাণও আমার কাছে রয়েছে। উল্লেখ্য, জেএনইউ-তে হামলার ঘটনায় ৯ জন সন্দেহভাজনের তালিকা শুক্রবার প্রকাশ করে দিল্লি পুলিশ। এই তালিকায় নাম রয়েছে ঐশীর।

Advertisment

ঠিক কী বলেছেন ঐশী ঘোষ?

এ প্রসঙ্গে জেএনইউ-র ছাত্র সংসদের সভানেত্রী বলেন, ‘‘দিল্লি পুলিশ তাদের মতো তদন্ত চালাতেই পারে। আমি কীভাবে আক্রান্ত হয়েছি, তার প্রমাণ আমার কাছেও রয়েছে। দেশের আইন ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রয়েছে। আশা করব সঠিক তদন্ত হবে। আমি বিচার চাই। কিন্তু কেন পক্ষপাতিত্ব করছে দিল্লি পুলিশ? আমার অভিযোগ এফআইআর করাই হয়নি। আমি কোনও হামলা চালায়নি’’। এ প্রসঙ্গে ঐশী আরও বলেন, ‘‘আমরা কোনও অন্যায় করিনি। দিল্লি পুলিশকে ভয় পাই না। আমরা আইনের পথেই চলব। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে আমাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাব’’।

আরও পড়ুন: ‘মেয়েকে ফেরাব না’, জেএনইউকাণ্ডের পর প্রতিক্রিয়া ঐশীর মায়ের

src="https://www.youtube.com/embed/9pjRdWXcMwg" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

আরও পড়ুন: ‘ও যখন শুনবে না, তখন আর বলে কী হবে?’, দুর্গাপুরের বাড়িতে উদ্বিগ্ন ঐশীর দিদিমা

জেএনইউ-র উপাচার্যের পদত্যাগের দাবিতে সোচ্চার ঐশী। এ প্রসঙ্গে সংবাদসংস্থা পিটিআইকে জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী বলেন, ‘‘উপাচার্যকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা এমন একজন উপাচার্যকে চাই, যাঁর হাত ধরে নতুন করে সব শুরু করা যাবে, যাতে ক্যাম্পাসে স্থিতাবস্থা ফেরে’’।

আরও পড়ুন:  জেএনইউতে বামেরাই হামলা করেছে, এবিভিপিকে মিথ্যা দোষারোপ: জাভড়েকর

এদিন সাংবাদিক বৈঠকে ডিসিপি ক্রাইম ব্রাঞ্চ জয় তিরকে বলেন, গত ৫ জানুয়ারি ক্যাম্পাসে ঐশী-সহ কয়েকজন হামলা চালিয়েছিলেন। ঐশী ছাড়াও চুনচুন কুমার, পঙ্কজ মিশ্র, ওয়াসকর বিজয়, সুচেতা তালুকরাজ, প্রিয়া রঞ্জন, দোলন সাওয়ান্ত, যোগেন্দ্র ভরদ্বাজ ও বিকাশ পটেলের নাম প্রকাশ করেছে দিল্লি পুলিশ।

Read the full story in English

national news
Advertisment