Advertisment

ছুটি শেষে কাজে যোগদানের আগে কোয়ারেন্টিনে যেতে হবে সেনাকর্মীদের

ছুটি থেকে কাজে যোগ দেওয়ার আগে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে সেনা আধিকারিকদের, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে সেনার তরফে।

author-image
IE Bangla Web Desk
New Update
indian army coronavirus, ভারতীয় সেনা, করোনাভাইরাস, করোনা, coronavirus indian army, indian army coronavirus, coronavirus covid-19, covid-19 coronavirus indian army, সেনা, কোয়েরান্টাইন, army quarantine, indian army 14 day quarantine

ফাইল ছবি।

করোনা মোকাবিলায় নয়া পদক্ষেপ করল ভারতীয় সেনা। ভাইরাস ঠেকাতে সেনা আধিকারিকদের জন্য় নয়া সিদ্ধান্ত নেওয়া হল। ছুটি থেকে কাজে যোগ দেওয়ার আগে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে সেনা আধিকারিকদের, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে সেনার তরফে। যাঁরা ছুটি বা কোর্স শেষে ফের কাজে যোগ দেবেন, তাঁদের প্রথমে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

Advertisment

এ প্রসঙ্গে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, সকলকে গ্রিন, ইয়েলো ও রেড ক্য়াটেগরিতে আলাদা আলাদা করে চিহ্নিত করা হবে। যাঁরা ১৪ দিনের কোয়ারেন্টিন সম্পূর্ণ করবেন, তাঁদের গ্রিন ক্য়াটেগরিতে রাখা হবে। যাঁদের কোয়ারেন্টিনে রাখার প্রয়োজন হবে, তাঁদের ইয়েলো ক্য়াটেগরিতে রাখা হবে। যাঁদের উপসর্গ থাকবে, যাঁদের করোনা হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হবে, তাঁদের রেড ক্য়াটেগরিতে রাখা হবে। সেনার তরফে জানানো হয়েছে, যাঁরা ছুটি শেষে কাজে ফের যোগ দেবেন তাঁদের ইয়েলো ক্য়াটেগরিতে রাখা হবে এবং ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হবে।

আরও পড়ুন: লকডাউনে কেমন দিন কাটছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর?

সেনার তরফে আরও জানানো হয়েছে, নর্দার্ন কমান্ডে যোগ দেওয়া সব র‍্যাঙ্কের আধিকারিকদের সবথেকে বেশি প্রাধান্য় দেওয়া হবে। সেইসঙ্গে যাঁরা ডিউটি স্টেশনে ৫০০ কিমির মধ্য়ে রয়েছেন, তাঁদের কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য় দেওয়া হবে। এরপর ইস্টার্ন কমান্ডে সব র‍্যাঙ্কের আধিকারিকদের প্রাধান্য় দেওয়া হবে। নেপালে যাঁরা রয়েছেন, তাঁদের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হোম স্টেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য়, বেঙ্গালুরু, সেকেন্দ্রাবাদ থেকে সাউদার্ন কমান্ডে ট্রেনিংয়ের জন্য় আসা হাজারের বেশি কর্মীদের নর্দার্ন, ওয়েস্টার্ন, ইস্টার্ন কমান্ডে নিয়ে যাওয়ার জন্য় গত ১৭ ও ১৮ এপ্রিল বিশেষ ট্রেনের ব্য়বস্থা করেছিল ভারতীয় সেনা।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news coronavirus
Advertisment