তিন ‘বিতর্কিত’ কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদে যখন ফুঁসছে গোটা দেশ, এমন আবহে সংস্কারের পক্ষেই সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষকদের ডাকা ভারত বনধের আগের দিন মোদী বললেন, উন্নয়নের জন্য় সংস্কার প্রয়োজন এবং বিগত শতকের কিছু আইন এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে।
Advertisment
ঠিক কী বলেছেন প্রধানমন্ত্রী?
সোমবার আগ্রা মেট্রো রেল প্রকল্পের সূচনা করে মোদী বলেন, ‘‘উন্নয়নের জন্য় সংস্কার জরুরি। নতুন সুযোগসুবিধার জন্য় সংস্কার দরকার। গত শতাব্দীর আইনেক আঁকড়ে আমরা আগামী শতাব্দী গড়তে পারি না। কিছু আইন যেগুলো বিগত শতাব্দীতে ভাল ছিল, তা বর্তমান শতকের জন্য় বোঝা...’’।
দেশবাসীর উদ্দেশে মোদী বলেছেন, নতুন কিছু করতে আমাকে সাহস জোগান যাতে নতুন পদক্ষেপ করতে পারি। তিনি এও বলেছেন, তাঁর সরকার সংস্কারের দিকে এগিয়েছে এবং তার সুফল ধরা পড়েছে নির্বাচনের ফলাফলে।
উল্লেখ্য়, কেন্দ্র সরকারের আনা তিন বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে যখন আন্দোলনে নেমেছেন কৃষকরা, এমন আবহে মোদীর এহেন বার্তা উল্লেখযোগ্য় বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।