কৃষক বিদ্রোহ ঘিরে সরগরম রাজনীতির ময়দান। কৃষকদের ডাকা ভারত বনধকে সমর্থন জানিয়েছে একাধিক রাজনৈতিক দল। এ প্রেক্ষাপটে বিরোধীদের নিশানা করতে আসরে নামল বিজেপি। বিরোধীরা দ্বিচারিতা করছে বলে সোচ্চার হয়েছে মোদী বাহিনী। তিন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের পাশে যে দলগুলো দাঁড়িয়েছে, তাদের অধিকাংশই অতীতে অনেক আইন প্রণয়নকে সমর্থন করেছে, এমন কথাই বলেছে বিজেপি।
সোমবার কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা রবিশংকর প্রসাদ অভিযোগ করেছেন যে, কৃষকদের একটা অংশ কয়েকটা লোকের কবলে পড়েছেন, যাঁদের নিজেদের স্বার্থ রয়েছে।
In a 2005 interview, Sharad Pawar had said that APMC Act will be abolished in six months. He had further said that the states would not get financial support from the Govt. of India unless they are ready to amend the Act and allow the private sector to enter in this area. pic.twitter.com/mdMXqRqhlA
— Ravi Shankar Prasad (@rsprasad) December 7, 2020
আরও পড়ুন: লখনউয়ে ধুন্ধুমার, কৃষি আইনের প্রতিবাদে ধর্নায় বসে আটক অখিলেশ
২০১৯ সালে কংগ্রেসের ইস্তেহার পাঠ করে প্রসাদ বলেন যে, সেসময় দল এপিএমসি আইন বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছিল। তাঁর দাবি, ২০১৩ সালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সব কংগ্রেস শাসিত রাজ্য়ের মুখ্য়মন্ত্রীদের নির্দেশ যেন যে, এপিএমসি থেকে ফল-সবজিকে বাদ দিতে এবং খোলা বাজারে সরাসরি বিক্রি করতে দেওয়া হোক।
শরদ পাওয়ারকে নিশানা করে প্রসাদ বলেছেন যে, ইউপিএ সরকারে তৎকালীন কৃষি মন্ত্রী তথা এনসিপি সুপ্রিমো মুখ্য়মন্ত্রীদের চিঠি লিখে জানিয়েছিলেন, যাতে কৃষি ক্ষেত্রে বেসরকারি সেক্টর অংশ নিতে পারে।
উল্লেখ্য়, তিন কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে মঙ্গলবার ভারত বনধ ডেকেছেন কৃষকরা। এই বনধকে সমর্থন জানিয়েছে ১৫টি দল। ভারত বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেস, এনসিপি, ডিএমকে, আরজেডি, সপা, উপত্য়কার গুপকর দল, বামেরা। কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন