/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/10/amitabh1.jpg)
কাল অমিতাভের জন্মদিন
নেই নেই করে অনেক বছর পার। আগামীকাল বয়স হবে আশি। এতবছর ধরে মনোরঞ্জন করছেন সিনিয়র বচ্চন। তাই তাঁর জন্মদিন উপলক্ষে বিরাট আয়োজন থাকবে না এটা হয়?
বয়স যখন আশি, সেলেব্রেশন তখন গ্র্যান্ড হতেই হবে। সদ্যই রিলিজ করেছে তাঁর ছবি গুড বাই। আর সেই ছবি আগামীকাল যেকোনও সিনেমাহলে দেখা যাবে ৮০ টাকার বিনিময়ে। প্রযোজকদের তরফে এই ঘোষণা করা হয়েছে। বালাজি মোশনের তরফে জানানো হয়েছে এই সুখবর।
আরও পড়ুন < ভয়ঙ্কর এডিটিংয়ে বেঁকে গেল হাত! ‘দুষ্টু’ ঐন্দ্রিলার ছবি দেখে হাসির রোল, দেখুন কাণ্ড! >
অমিতাভের এতবছরের অভিনয় জীবন, ঐতিহ্য এবং পরম্পরা প্রশংসার যোগ্য। দীর্ঘদিন ধরে নানান বয়সী ফ্যান, তাঁর ছবি মানুষের পছন্দের তালিকায় থাকবে না এটা হয় না। একের পর এক সুপারহিট সিনেমা, সেই ধারা বজায় রেখেছেন আজও। পা, পিকু, পিঙ্ক কিংবা চিনি কম- জাতীয় পুরস্কারের ধারাবাহিকতাও বজায় রেখেছেন।
এদিকে, গুডবাই ছবি দেখে আপ্লুত দর্শকরা। কেউ কেউ তো হলে বসেই নাকি কেঁদে ফেলেছেন। একেতেই পরিবারের গল্প, তাঁর ওপরে শাহেনশাহর অভিনয়, মুগ্ধ দর্শকরা। তবে, শহর কলকাতায় আগামীকাল থাকবে ভিন্ন অনুষ্ঠান। অমিতাভের মন্দিরেও আয়োজন করা হবে নানান অনুষ্ঠানের।