করোনা সংক্রমিত বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল। রবিবার মুম্বইয়ের নানাবতী হাসপাতালের তরফে এই তথ্য দেওয়া হয়েছে। তাঁর দেহে মৃদু কোভিড উপসর্গ রয়েছে বলে জানা গিয়েছে। শনিবার রাতে বিগ বি' নিজেই জানান তিনি কোভিড-১৯ পজিটিভ। তারপর থেকেই সিনিয়র বচ্চনের দ্রুত আরোগ্য কামনা করে অজস্র বার্তা সোশাল মিডিয়ায় পোস্ট হয়ে চলেছে। দলমত নির্বিশেষে তাঁর সেরে ওঠার জন্য প্রার্থনা করছেন রাজনীতিকরাও।
বলিউড শাহেনশা তথা বাংলার জামাইয়ের দ্রুত আরোগ্য কামনায় টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে মমতা লিখেছেন, ‘শ্রী অমিতাভ বচ্চনজি কোভিড পজিটিভ হওয়ায় অত্যন্ত দুঃখ বোধ করছি। তাঁর শক্তিবৃদ্ধি ও দ্রুত আরোগ্যলাভের জন্য প্রার্থনা করছি। দয়া করে তাড়াতাড়ি সেরে উঠুন!’
অমিতাভ বচ্চনের পাশাপাশি শনিবার টুইট করে করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়েছেন অভিষেক বচ্চনও। তাঁরা দু'জনেই হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার, ঐশ্বর্য এবং অভিষেক-ঐশ্বর্যর মেয়ে আরাধ্যারও করোনা ধরা পড়ে। মুম্বইয়ের মেয়র জানিয়েছেন, বচ্চনদের বাড়ি সংক্রমিত জোন এবং সমস্ত সদস্যকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
বিগব বি'র দ্রুত আরোগ্য কামনায় দেশজুড়ে তাঁর ভক্তরা প্রার্থনা করেছেন। কলকাতার হাতিবাগান, বন্ডেল রোডে একাধিক বচ্চন ফ্যান ক্লাবের তরফে রীতিমত যজ্ঞ করা হয়।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন