সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তাঁদের বিক্ষোভে শিখদের পাশে চাইলেন মুসলিমরা। সিএএ বিরোধী বিক্ষোভে শিখ সম্প্রদায়ের সমর্থন চেয়ে শুক্রবার অকাল তখতকে স্মারকলিপি দিল মুসলিমদের একটা দল। অমৃতসরে অকাল তথত জাঠেদার না থাকায় আহমেদগড়ের সিএএ বিরোধী যৌথ কমিটির ওই স্মারকলিপি গ্রহণ করেছেন তাঁর কর্মীরা। শুধু তাই নয়, শুক্রবার স্বর্ণমন্দিরে গিয়ে প্রার্থনাও করে মুসলিমদের ওই দলটি।
আরও পড়ুন: ‘মোদী সরকার বলেছিল সিএএ-এনআরসি-এনপিআর পরষ্পর যুক্ত…আর এখন বলছে নয়’
ওই কমিটির এক সদস্য মহম্মদ জিয়া ইসলাম এদিন এ প্রসঙ্গে বলেন, ‘‘সিএএ নিয়ে নিজের মতামত জানানোর জন্য অকাল তখত জাঠেদারের কাছে এসেছি আমরা। আমাদের একটাই স্বপ্ন যে এ দেশে আমরা সকলে একসঙ্গে স্বাধীনভাবে যাতে বাস করতে পারি। যেন প্রত্যেকের সমান অধিকার থাকে’’।
আরও পড়ুন: কর্নাটকের স্কুলে পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ! পুলিশকে ‘কাঠগড়া’য় তুলল শিশু অধিকার কমিশন
উল্লেখ্য, এর আগে সংশোধিত নাগরিকত্ব আইনে মুসলিমদের অন্তর্ভুক্তির দাবি কেন্দ্র সরকারকে জানিয়েছিলেন অকাল তখত জাঠেদার। তিনি বলেছিলেন, ‘‘ভারতে বহু শিখ-হিন্দু ছিলেন, যাঁরা শরণার্থীদের মতো বাস করতেন। সিএএ তাঁদের স্বস্তি দিয়েছে। এটা খুবই ভাল পদক্ষেপ। স্বাগত জানাচ্ছি এই উদ্যোগকে। যেসব শিখরা ধর্মীয় পীড়নের শিকার হয়েছেন, তাঁদের জন্য বড় স্বস্তি...যে কোনও দেশে ধর্মীয় নিপীড়নের ঘটনা নিন্দনীয়। সমস্ত সংখ্যালঘুরা যাতে তাঁদের ধর্ম অনুসরণ করে বসবাস করতে পারেন, সে ব্যাপারে দেখা উচিত দেশগুলির’’।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন