Advertisment

Amritsar Train Accident: বাতিল ৩৭ ট্রেন, ঘোরানো হল ১৬টির যাত্রাপথ

Amritsar Train Accident: উত্তর রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপক কুমার জানিয়েছেন, সকাল থেকে অমৃতসর-মানাওয়ালা শাখায় টের্ন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। শনিবার দুপুর নাগাদ পরিস্থিতি খতিয়ে দেখে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
railway-station-759

অমৃতসরের মর্মান্তিক দুর্ঘটনার জেরে মোট ৩৭টি ট্রেন বাতিল করা হল। অমৃতসর-মানাওয়ালা শাখায় মোট ১০টি মেইল এক্সপ্রেস এবং ২৭টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া, ১৬টি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। ১০টি মেইল এক্সপ্রেস ও ২টি প্যাসেঞ্জার ট্রেনকে 'শর্ট টার্মিনেট' করা হয়েছে এবং ৬টি মেইল এক্সপ্রেসকে 'অরিজিনেট' করা হয়েছে। উত্তর রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপক কুমার জানিয়েছেন, সকাল থেকে অমৃতসর-মানাওয়ালা শাখায় টের্ন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। শনিবার দুপুর নাগাদ পরিস্থিতি খতিয়ে দেখে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisment

শুক্রবার সন্ধ্যায় অমৃতসর ও মানাওয়ালা স্টেশনের মাঝে ২৭ নম্বর রেল গেট সংলগ্ন এলাকায় দশেরার রাবণ বধ অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন অসংখ্য এলাকাবাসী। এদের মধ্যে কমপক্ষে ৩০০ মানুষ ভাল করে দেখতে পাওয়া যাবে বলে রেল লাইনের উপর উঠে আসে। উত্সাহীদের মধ্যে ছবি তোলার হিড়িকও পড়ে যায়। এমন সময় দ্রুত গতিতে এসে পড়ে ৭৪৬৪৩ জলন্ধর-অমৃতসর ডিএমইউ। পাশের রেল লাইনে আবার ১৩০০৬ অমৃতসর-হাওড়া এক্সপ্রেস এসে যাওয়ায় উপস্থিত মানুষ আর সরতে পারেনি। ফলে একাধিক মানুষ ট্রেনের চাকায় পিশে মরা যায়। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৫৯, আহত বহু মানুষ।

আরও পড়ুন- Amritsar train accident: রেল লাইনের পাশে দশেরা উদযাপনের কথা জানতই না রেল কর্তৃপক্ষ

এই মর্মান্তিক দুর্ঘটনায় ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। চার সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্ট তলব করা হয়েছে। শনিবার সকালেই ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে মৃতেদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্যের অমরিন্দর সিং সরকার। কেন্দ্রের তরফেও মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

এদিকে, এই দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। প্রেস বিবৃতি দিয়ে বিজেপি এর দায় চাপিয়েছে রাজ্যের কংগ্রেস সরকারের উপর। রেল বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, রেল লাইনের উপর এমনভাবে মানুষের জমায়েত হবে তা রেল জানত না। এদিকে, পুলিশের অনুমতি নেওয়া হলেও স্থানীয় পৌরসভা এবং দমকলের অনুমতি নেওয়া হয়নি। পঞ্জাব সরকারের মন্ত্রী সিধু জানিয়েছেন, এটা রাজনীতি করার সময় নয়, প্রতি বছরই ওই এলাকায় দশেরা অনুষ্ঠিত হয়।

accident
Advertisment