দশেরা উদযাপনের মাঝে অমৃতসর মেলের তলায় চাপা পড়ে মৃত্যু হল ৬০-এর বেশি মানুষের। এখনও মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। ভারতীয় রেলের প্রতিমন্ত্রী মনোজ সিনহা শুক্রবার রাতে ঘটনাস্থলে পৌঁছে জানিয়েছেন, স্থানীয় রেল আধিকারিকরা সময় থাকতে দশেরা উদযাপনের কথা রেল কর্তৃপক্ষকে জানিয়ে রাখলে অমৃতসরে ট্রেন দুর্ঘটনা এড়ানো যেত। বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, রেল লাইনের পাশে উৎসব উদযাপন সংক্রান্ত কোনো তথ্যই তাঁদের কাছে ছিল না।
অমৃতসর ট্রেন দুর্ঘটনার রেশ কাটার আগেই একবার চোখ বুলিয়ে নেওয়া যাক দেশ জুড়ে ঘটে যাওয়া ২০১৮-এর কিছু ট্রেন দুর্ঘটনার দিকে।
আরও পড়ুন: Amritsar Train Accident: পাঞ্জাব জুড়ে শোকের ছায়া, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ অমরিন্দর সিং সরকারের
৬ মে, ২০১৮: হাওড়া-মুম্বই মেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের মৃত্যু। লোকোমোটিভে ট্রেন চলাকালীন ধোঁয়া কোথা থেকে আসছে তদন্ত করতে গিয়ে তালনি এবং ধমনগাঁও স্টেশনের মাঝামাঝি জায়গায় ট্রান্সফর্মারে আগুন লেগে মৃত্যু হয় তাঁর। ভোল্টেজ লেভেল পরীক্ষা করে ট্যাপ ঘোরাতে ভুলে গিয়েছিলেন লোকো পাইলট।
২৪ জুলাই, ২০১৮: তামিল নাড়ুর গুইন্দির কাছে শহরতলিতে সেন্ট থমাস মাউন্ট স্টেশনে পাঁচ যাত্রীর মৃত্যু। চারজন যাত্রী গুরুতর আহত হয়েছিলেন দুর্ঘটনায়। দুর্ঘটনার পর সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, প্ল্যাটফর্মে ঢোকার আগে ভিড় উপচে পড়ছিল ট্রেনে। বেশ কিছু যাত্রী ট্রেনের দরজার বাইরে ঝুলছিলেন।
১০ অক্টোবর, ২০১৮: রাজধানীগামী দ্য নিউ ফারাক্কা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায় রায়বরেলি স্টেশনের কাছে। সাত জনের মৃত্যু হয় দুর্ঘটনায়। বেশ কয়েকজন আহত হন। দুর্ঘটনার জেরে দুজন সিগন্যাল আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। তদন্তের দাবি করেছে ভারতীয় রেল।