পেট্রোলের দাম বৃদ্ধির কারণে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিরোধী দলের সমস্যা লেগেই রয়েছে, কপালে ভাঁজ আম আদমিরও। বলা যেতে পারে একপ্রকার লাফিয়েই বাড়ছে পেট্রো পণ্যের দাম। আর সেই পরিস্থিতি বরাবরের মতোই হাতছাড়া করেনি আমূল ইন্ডিয়া। তাদের কার্টুন সম্ভার নিয়ে ফের ট্রোল করতে নেমে পড়ল আমূল কোম্পানী। এই সমসাময়িক, প্রাসঙ্গিক বিষয় নিয়েই আমূল তাদের ব্যানারে লিখে ফেলেছে, 'পেট্রোল জাম্প'।
ছবিতে দেখা যাচ্ছে, আমূল কন্যার মুখে হতাশার ছাপ। পেট্রোল পাম্পের পাওনা মেটাচ্ছে নগদ দিয়ে নয়, একেবারে গাড়ি দিয়েই। তাও আবার চার চাকা। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার নানা ইস্যুর প্রেক্ষাপট অনুযায়ী সাজতে দেখা গিয়েছে আমূল গার্লকে, এবং প্রতিবারই প্রশংসা কুড়িয়েছে এই প্রয়াস।
আরও পড়ুন: বিরোধীদের বিক্ষোভ চলছে, তার মাঝেই আবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
কিছু দিন আগেও দেশ জুড়ে বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। রাজধানীতে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে লিটার পিছু ৮২.১৬ টাকা এবং ৭৩.৮৭ টাকা। মুম্বইয়ে ডিজেলের দাম হল ৮৯.৫৩ টাকা। পেট্রোল লিটার পিছু ৮৮.৬৭ টাকা। কলকাতা এবং চেন্নাইতে পেট্রোলের দাম দাঁড়িয়েছে যথাক্রমে ৮৪ টাকা এবং ৮৫.৪০ টাকা। সব মিলিয়ে একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছে দাম। স্যোশাল নেটওয়ার্ক জুড়ে ঘুরছে একাধিক ট্রোল। মেয়ের বিয়েতে সবচেয়ে দামি উপহার পেট্রোল দিচ্ছেন আত্মীয়, এও উঠে এসেছে সংবাদের শিরোনামে, কাজেই বলার অপেক্ষা রাখে না, পেট্রোপন্যের দাম বৃদ্ধি সমসাময়িক কালে সংবাদ তালিকার শীর্ষেই জায়গা করেছে।