scorecardresearch

১৪ ফেব্রুয়ারি ‘কাউ হাগ ডে’, নয়া নির্দেশিকায় ঘুরে গেল বিতর্ক!

কী উল্লেখ রয়েছে নয়া কেন্দ্রীয় নির্দেশিকায়?

Animal Welfare Board of India withdraws appeal to celebrate February 14 as Cow Hug Day, কাউ হাগ ডে নির্দেশ প্রত্যাহার কেন্দ্রের
ঢোক গিলল কেন্দ্র!

ভালোবাসার উদযাপনে গরুকে জড়িয়ে ধরতে হবে! পোশাকি নাম ‘কাউ হাগ ডে’। কেন্দ্রীয় প্রাণীপালণ দফতরের নির্দেশিকা ঘিরে চরম বিতর্ক দানা বেঁধেছে। তোলপাড় গোটা ভারত। নেট মাধ্যম জুড়ে মিমের ছড়াছড়ি। এই পরিস্থিতিতে ঢোক গিলল কেন্দ্র। প্রত্যাহার করা হল ‘কাউ হাগ ডে’ নির্দেশিকা। শুক্রবার কেন্দ্রীয় প্রাণী কল্যাণ বোর্ড প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ, ‘১৪ই ফেব্রুয়ারি গরু আলিঙ্গন দিবস উদযাপনের জন্য ভারতের পশু কল্যাণ বোর্ড কর্তৃক জারি করা আবেদন প্রত্যাহার করা হয়েছে।’

কেন ভালোবেসে ভ্যালেন্টাস ডে-তে গরুকেই জড়িয়ে ধরতে হবে? কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ‘ভারতীয় সংস্কৃতির মেরুদন্ড হল গরু। আমাদের জীববৈচিত্র্য রক্ষা করতে, জীবনধারণে ও গ্ৰামীণ অর্থনীতির বিকাশে গরুর ভূমিকা অপরিসীম। কামধেনু যেমন একদিকে মানুষকে ধনসম্পদে ধনী করে তোলে, গোমাতার প্রকৃতি হল আমাদের লালনপালন করা।’

বিজ্ঞপ্তির দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়, ‘পশ্চিমী সংস্কৃতির আগ্ৰাসনে আমাদের বৈদিক সভ্যতা দিন দিন বিলুপ্তির পথে এগিয়ে চলেছে। পশ্চিমী সভ্যতার চাকচিক্য আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যকে প্রায় ভুলিয়ে দিচ্ছে বলা যায়। গরুর থেকে প্রচুর উপকার পাওয়া যায়। তাই গরুকে জড়িয়ে ধরলে শুধু ব্যক্তি নয়, গোটা সমাজই সুখী হবে। সমৃদ্ধ হবে আবেগ। তাই, গোমাতার উপকারের কথা মাথায় রেখে সমস্ত গরুপ্রেমীদের অনুরোধ করা হচ্ছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইনস ডে-এর পাশাপাশি কাউ হাগ ডে হিসেবে পালন করা হোক।’

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Animal welfare board of india withdraws appeal to celebrate february 14 as cow hug day