Advertisment

ফের প্রকাশ্যে বন্দি ওমর আবদুল্লার ছবি

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদের মুখে বন্দি করা হয় ওমর আবদুল্লাকে। সে সময় থেকে এখনও গৃহবন্দি অবস্থায় রয়েছেন উপত্যকার অন্যতম শীর্ষ রাজনৈতিক নেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
omar abdullah, ওমর আবদুল্লা, ওমর আবদুল্লার ছবি, ফের প্রকাশ্যে এল ওমর আবদুল্লার ছবি, omar abdullah photo, omar abdullah new picture, জম্মু কাশ্মীর, ওমর আবদুল্লা, omar abdullah detention, jammu and kashmir, omar abdullah psa, indian express bangla

ওমর আবদুল্লার এই ছবিই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে।

মুখে সাদা দাড়ি, চেহারা ভগ্নপ্রায়। বন্দি অবস্থায় ওমর আবদুল্লার আরও এক ছবি সামনে এল সোশ্যাল মিডিয়ায়। চলতি বছরের জানুয়ারি মাসেও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটি ছবি ঘিরে জোর চর্চা শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও এ ছবির সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা

Advertisment

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদের মুখে বন্দি করা হয় ওমর আবদুল্লাকে। সে সময় থেকে এখনও গৃহবন্দি অবস্থায় রয়েছেন উপত্যকার অন্যতম শীর্ষ রাজনৈতিক নেতা। এ বছরের শুরুতে জন সুরক্ষা আইনে অভিযুক্ত করা হয়েছে তাঁকে। ওমর আবদুল্লার পাশাপাশি তাঁর বাবা ফারুখ আবদুল্লাকেও বন্দি করে রাখা হয়েছে। বন্দি অবস্থায় রয়েছেন জম্মু-কাশ্মীরের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতিও। তাঁদেরকেও জন সুরক্ষা আইনে অভিযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: দিল্লি হিংসা: নিহতদের ময়নাতদন্ত ভিডিওগ্রাফির নির্দেশ হাইকোর্টের

এদিকে, জন নিরাপত্তা আইনে ওমর আবদুল্লাকে বন্দি করেছে কেন্দ্র। মোদী সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁর বোন সারা আবদুল্লা পাইলট। অবিলম্বে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মুক্তি দেওয়া হোক, শীর্ষ আদালতে এই আবেদন জানিয়েছেন সারা। এ প্রসঙ্গে আবদুল্লার বোন অভিযোগ করেছেন যে তাঁর দাদাকে জন নিরাপত্তা আইনে গ্রেফতার করায় আসলে বাক স্বাধীনতার সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়েছে। এই ধরনের পদক্ষেপ আসলে ‘সমস্ত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমিয়ে রাখার লক্ষ্যে ধারাবাহিক ও সম্মিলিত প্রচেষ্টার অংশ’।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment