Advertisment

‘‘পাকিস্তানকে ধর্মনিরপেক্ষ হতে হবে’’, বললেন সেনাপ্রধান

‘‘যদি ওরা ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে পারে, তাহলে ওদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়তে হবে। আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কীভাবে আমরা একসঙ্গে পথ চলব, যেখানে ওরা ইসলামিক রাষ্ট্র।’’

author-image
IE Bangla Web Desk
New Update
bipin rawat, বিপিন রাওয়াত

সেনাপ্রধান বিপিন রাওয়াত। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

ফ্রান্স-জার্মানি যদি একসঙ্গে সুসম্পর্ক রেখে চলতে পারে, তবে ভারত-পাকিস্তান নয় কেন? এ প্রশ্নই ক’দিন আগে ছুড়ে দিয়েছেলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার ইমরানের সেই বক্তব্যের পাল্টা জবাব দিতে আসরে নামলেন এ দেশের সেনাপ্রধান বিপিন রাওয়াত। ইমরানের এহেন মন্তব্যের জবাব দিতে গিয়ে বিপিন রাওয়াত বলেছেন যে, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে হলে পাকিস্তানকে ধর্মনিরপেক্ষ দেশ হতে হবে।

Advertisment

শুক্রবার এ প্রসঙ্গে বলতে গিয়ে রাওয়াত বলেছেন,‘‘দু’দেশের একসঙ্গে পথচলার বিষয়টি দেখতে হলে, পাকিস্তানকে তার অভ্যন্তরীণ পরিস্থিতির উপর নজর রাখতে হবে। পাকিস্তান নিজেকে ইসলামিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। যদি ওরা ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে পারে, তাহলে ওদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়তে হবে। আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কীভাবে আমরা একসঙ্গে পথ চলব, যেখানে ওরা ইসলামিক রাষ্ট্র।’’

আরও পড়ুন, পাকিস্তানের পাঞ্জাব থেকে ভোটে দাঁড়ালে সিধু জিতবেনই: ইমরান খান

এদিকে, ভারত-পাক সম্পর্ক নিয়ে পাক প্রধানমন্ত্রী বলেছিলেন যে, যদি ভারত এক পা বাড়ায়, তবে পাকিস্তান দু’পা বাড়াবে। এ মন্তব্যের প্রেক্ষিতে রাওয়াত বলেছেন, ‘‘বহুবার ভারত প্রথম পদক্ষেপ ফেলেছে। আগে আপনারা একবার পা বাড়িয়ে দেখান। আপনার দেশে সন্ত্রাস মাথাচাড়া দিচ্ছে। সন্ত্রাসের বিরুদ্ধে কিছু পদক্ষেপ করুন আগে।’’

উল্লেখ্য, কর্তারপুর করিডরের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বুধবার ইমরান খান বলেছিলেন, ‘‘ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাথার জন্য আমরা এগোতে চাই। যদি ফ্রান্স ও জার্মানি এখন শান্তিপূর্ণ ভাবে একসঙ্গে চলতে পারে, তাহলে ভারত-পাকিস্তান নয় কেন?’’

Read the full story in English

national news
Advertisment