Advertisment

'করোনা যুদ্ধের জন্য কোমর বাঁধছে ভারতীয় সেনা'

''গত ২-৩ মাসে অন্য় দেশে কোভিড ১৯-এর প্রভাব বিশ্লেষণ করে এটা বলা যায় যে এই কঠিন সময়ে প্রস্তুতি ও পরিকল্পনা জরুরি। জরুরি পরিস্থিতি যুঝতে পারার সহজাত ক্ষমতা রয়েছে সেনার''

author-image
IE Bangla Web Desk
New Update
oronavirus covid-19, করোনাভাইরাস, কোভিড ১৯, indian army, ভারতীয় সেনা, সেনা, indian army coronavirus battle, indian army covid-19, সেনাপ্রধান নারাভানে, general naravane, india coronavirus news

সেনাপ্রধান এমএম নারাভানে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

করোনার সঙ্গে যুদ্ধ চালাচ্ছে ভারত। এই পরিস্থিতিতে কতটা প্রস্তুত ভারতীয় সেনা? করোনা মোকাবিলায় কী পদক্ষেপ করছে সেনা? ইন্ডিয়ান এক্সপ্রেসকে একান্ত সাক্ষাৎকারে এমন অনেক কথাই জানালেন সেনাপ্রধান এমএম নারাভানে।

Advertisment

করোনাভাইরাসের জেরে ভারতীয় সেনায় কি কোনও প্রভাব পড়েছে?

দেশ যেখানে করোনাভাইরাসের সঙ্গে লড়ছে, এমন পরিস্থিতিতে সীমান্তে নিরাপত্তা সুনিশ্চিত করা ভারতীয় সেনার দায়িত্ব। আগে যেমন কাজ করত সেনা, এখনও তেমনই নিরন্তর কাজ করে চলেছেন আমাদের জওয়ানরা। করোনার জেরে কোনও প্রভাব পড়েনি। তবে করোনা পরিস্থিতিতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেমন আধিকারিকদের যাতায়াত, কনফারেন্স বা সেমিনার বাতিল করা। যাতে কোনওভাবেই কোভিড ১৯-এর সংক্রমণ না ছড়াতে পারে সেজন্য়ই এই পদক্ষেপ...এই মুহূর্তে কোভিড ১৯-কে রোখাই আমাদের প্রধান লক্ষ্য়। এজন্য় প্রয়োজনীয় সাবধানতা মেনে চলতে হবে আমাদের। একটা ব্য়াপারে খুব খুশি যে, সরকার ও সেনার মধ্য়ে খুব ভাল সমন্বয় রয়েছে। আমাদের একটাই মন্ত্র এখন, 'আতঙ্কিত হবেন না, সাবধানে থাকুন'।

ইউরোপের অনেক দেশে করোনা মোকাবিলায় সেনার সাহায্য় নেওয়া হয়েছে, ভারতেও কি এমনটা হতে পারে?

একটা কথা জোর দিয়ে বলতে পারি যে ভারতীয় সেনা দেশবাসীর জন্য়। যখনই প্রয়োজন হবে সবরকম সাহায্য়ের জন্য় এগিয়ে আসবে সেনা। দেশে এখনও পর্যন্ত আমরা মানেসর, জয়সলমীর, যোধপুরে কোয়ারেন্টাইনের ব্য়বস্থা করেছি। চিন, ইটালি, ইরান থেকে যাঁরা এসেছেন, তাঁদের জন্য় এই ব্য়বস্থা। অতিরিক্ত ৪টি জায়গা তৈরি রাখা হচ্ছে কোয়ারেন্টাইনের জন্য়...এখনও পর্যন্ত ৩৭২ জনের চিকিৎসা হয়েছে মানেসরে। বর্তমানে ৮২ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইরান থেকে আসা ৪৮৪ জনকে জয়সলমীরের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যোধপুরে রাখা হয়েছে ২৭৭ জনকে।

আরও পড়ুন: Coronavirus Situation Live Updates: দেশে ফের প্রাণ কাড়ল করোনা, মৃত বেড়ে ১৬

করোনা যুদ্ধে সেনা কীভাবে প্রস্তুত নিচ্ছে?

পরিস্থিতি কোন দিকে যাবে, সেটা বলা মুশকিল। তবে গত ২-৩ মাসে অন্য় দেশে কোভিড ১৯-এর প্রভাব বিশ্লেষণ করে এটা বলা যায় যে এই কঠিন সময়ে প্রস্তুতি ও পরিকল্পনা জরুরি। বিভিন্ন জরুরি পরিস্থিতি যুঝতে পারার সহজাত ক্ষমতা রয়েছে ভারতীয় সেনার। সুতরাং, কোভিড ১৯ মোকাবিলায় সেনা প্রস্তুতি নিচ্ছে।

কীভাবে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন? কী ধরনের নির্দেশিকা দিয়েছেন?

রোজ পরিস্থিতি পর্যালোচনা করছি। সেনা কমান্ডারদের সঙ্গে নিয়মিত যোগায়োগ রাখছি। করোনা সচেতনতায় বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে...কোভিড ১৯ মোকাবিলায় এখনও পর্যন্ত সেনা যে যে পদক্ষেপ করেছে, তাতে আমি সন্তুষ্ট।

আরও পড়ুন: করোনা যুদ্ধে সাহায্যের জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশ রাজনাথের

সেনাপ্রধান হিসেবে এই পরিস্থিতিতে কী বার্তা দেবেন?

কোভিড ১৯ ভাইরাসকে রুখতে আমরা সকলে মিলে চেষ্টা চালাচ্ছি।একইসঙ্গে আমরা সবরকম প্রস্তুতি নিচ্ছি। আগামী কয়েক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। ভারত সরকার সবরকম সাবধানতামূলক পদক্ষেপ করছে, প্রয়োজনীয় ব্য়বস্থা নিয়েছে। আমি আমার দেশের নাগরিকদের কাছে একটাই আর্জি জানাব যে সরকারের নির্দেশিকা মেনে চলুন।

Read the full interview in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news coronavirus
Advertisment