পূর্ব লাদাখ এবং চিন সীমান্ত এখনও অশান্ত। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় জারি উত্তপ্ত পরিস্থিতি। সেই যুদ্ধাবহের মাঝে এবার লাদাখ পরিস্থিতি পরিদর্শনে যাবেন সেনাপ্রধান এম এম নারাভানে। জানা গিয়েছে দু'দিনের এই সফরে লাদাখের অশান্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি কমান্ডার এবং সেনাদের সঙ্গেও কথা বলবেন সেনাপ্রধান।
সেনাপ্রধান নারাভানের সঙ্গে যাবেন উত্তরের সেনা কমান্ডার লেফেটেন্যান্ট জেনারেল ওয়াই কে জোশি, যিনি দিল্লিতে সেনাবাহিনী কমান্ডারদের কনফারেন্সেও উপস্থিত ছিলেন। মে মাসের শুরু থেকে চিনের সঙ্গে ভারতের সীমান্ত উত্তপ্ত হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বারের জন্য লাদাখ সফরে যাচ্ছেন সেনাপ্রধান।
আরও পড়ুন, সীমান্ত উত্তেজনার আবহেই আজ ভারত-চিন বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক, বরফ গলবে?
সোমবার এবং মঙ্গলবার সেনাবাহিনীর নেতৃত্বাধীন কমান্ডার এবং প্রধান উচ্চপদস্থ আদিকারিকদের সঙ্গে দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বের জন্য দিল্লিতে ছিলেন এম এম নারাভানে।
সোমবার সেনাবাহিনীর কমান্ডারদের কাছে উত্তর ও পশ্চিম সীমান্তের পরিস্থিতি সম্পর্কে বিশদ পর্যালোচনা উপস্থাপন করা হয়েছে বলে খবর। মঙ্গলবার সকালে সম্মেলন শেষ হওয়ার পরই নারাভানে এবং যোশি লাদাখের উদ্দেশে রওনা দেবেন বলে জান গিয়েছে।
চিনের সঙ্গে সমঝোতার বিষয়ে প্রায় ১০ ঘন্টার ম্যারাথন বৈঠক করে সেনাপ্রধানরা। এই নিয়ে দ্বিতীয় দফার বৈঠক হয় রাজধানীতে। বৈঠকে মূলত উঠে আসে ভারতের দাবির যে স্থিতাবস্থা সেই বিষয়টি। জুনের ৬ তারিখে সীমান্তে বৈঠকের পর চিন যেভাবে সেনা মোতায়েন করেছে সেই উদ্বেগ নিয়েও আলোচনা হয় সম্মেলনে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন