Advertisment

Army Day Parade: সীমান্তে এবার আরও কড়া নজরদারি....! সেনা দিবসের কুচকাওয়াজে বীরত্ব প্রদর্শন! রোবোটিক কুকুরের ঝলক তাকিয়ে দেখবে গোটা বিশ্ব

Robotic Dog In Army Day Parade: এই রোবোটিক কুকুরগুলির সাহায্যে ভবিষ্যতে ভারতীয় সেনাবাহিনীর অনেক কাজ সহজ হয়ে যাবে। এর ১০০টি ইউনিট ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Robotic Dog In Army Day Parade

সীমান্তে এবার আরও কড়া নজরদারি....! সেনা দিবসের কুচকাওয়াজে বীরত্ব প্রদর্শন! Photograph: (ফাইল ছবি)

Robotic Dog In Army Day Parade: জঙ্গিরা কাঁপবে, এবার  সীমান্তে কড়া  নজরদারি.... সেনা দিবসের  কুচকাওয়াজে রোবোটিক কুকুরদের বীরত্ব প্রদর্শনের ঝলক তাকিয়ে দেখবে গোটা বিশ্ব। 

Advertisment

২০২৫ সালের ১৫ জানুয়ারি পুনেতে সেনা দিবস পালিত হবে। পুনেতে প্রথমবারের মত সেনা দিবসের আয়োজন হচ্ছে। বিশেষ বিষয় হল সেনা দিবস উপলক্ষে, ভারতীয় সেনাবাহিনীর কুচকাওয়াজে 'রোবোটিক কুকুর' অংশ নিতে চলেছে। এটি হতে চলেছে সেনা দিবসের প্রধান আকর্ষণ। কোয়াড্রোপেডাল আনম্যানড গ্রাউন্ড ভেহিকেলস (QUGV) নামে পরিচিত, বিশেষ এই 'রোবোটিক কুকুর' ভবিষ্যতের সামরিক বাহিনী দাপিয়ে বেড়াবে। 

এই রোবোটিক কুকুরগুলির সাহায্যে ভবিষ্যতে ভারতীয় সেনাবাহিনীর অনেক কাজ সহজ হয়ে যাবে। এর ১০০টি ইউনিট ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনেকের মনেই প্রশ্ন এই রোবোটিক কুকুরগুলি কীভাবে কাজ করবে এবং তাদের বিশেষত্ব'ই বা  কী... তাহলে আসুন জেনে নেওয়া যাক বিশেষ এই রোবোটিক কুকুর সম্পর্কে।

প্রথমত, জেনে রাখুন যে এই রোবোটিক কুকুরগুলি সমস্ত আবহাওয়ায় কাজ করতে পারে। এটি তৈরি করেছে দিল্লি বেসড একটি কোম্পানি যার নাম আর্ক ভেঞ্চার। এই রোবোটিক কুকুরগুলিকে MULE বলা হয়েছে। এর অর্থ- মাল্টি ইউটিলিটি লেগড ইকুইপমেন্ট।  নিরাপত্তা সম্পর্কিত অনেক কাজেই এগুলিকে ব্যবহার করা যেতে পারে। কর্মকর্তারা বলছেন এটি টেলি-অপারেবল। শুধু তাই নয়, এই রোবোটিক কুকুরগুলি নজরদারি, এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্যও ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি এই রোবোটিক কুকুরগুলি অডিও-ভিজ্যুয়াল তথ্যও সংগ্রহ করতে পারে

Advertisment

এই রোবোটিক কুকুরগুলির কাজ করার জন্য কোনও বিশেষ জায়গার প্রয়োজন হয় না। তারা যেকোনো ক্ষেত্রে তারা তাদের কাজ চালিয়ে যেতে পারে। উচ্চতায় আরোহণ এবং সিঁড়ি বেয়ে ওঠার মতো অনেক বিষয়ে পারদর্শী এই রোবটিক কুকুর। শুধু তাই নয়, ক্যামেরার মাধ্যমে তারা তাদের পথে আসা যেকোনো বাধা অনায়াসেই এড়িয়ে যেতে পারে।  রোবোটিক কুকুর যেকোনো স্থান থেকে অডিও-ভিজ্যুয়াল তথ্য সংগ্রহ করতে পারে এবং কম আলোতে এমনকি রাতের অন্ধকারেও কাজ করতে সক্ষম।

Indian army
Advertisment