/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/Indian-Army-1.jpg)
তীব্র গরমে অসুস্থ জওয়ানের মৃত্যু
ভয়ঙ্কর গরমে মৃত্যু হল এক সেনা জওয়ানের। আরও চার জনের অবস্থা আশঙ্কাজনক। অন্তত ৩০ জন সেনা জওয়ান প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়লেন শুক্রবার। ঘটনাটি ঘটেছে পাঠানকোটের মামুন সেনা ছাউনিতে। সেনা সূত্রে খবর, ৯ কর্পস রেক্কে ট্রুপ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এদিন সকালে। তাতেই ঘটে বিপত্তি।
জানা গিয়েছে, প্রচণ্ড গরম ও আদ্রতার জেরে অসুস্থ হয়ে পড়েন অন্তত ৩৪ জন জওয়ান। মাটিতে পড়ে যান তাঁরা। তাঁদের সঙ্গে সঙ্গে পাঠানকোটের সেনা হাসপাতালে নিয়ে আসা হয়। ধৈর্য পরীক্ষা চলছিল জওয়ানদের। ৭২ ঘণ্টা ধরে এই প্রতিযোগিতায় ১০ কিমি দৌড় (জিনিসপত্র ও অস্ত্র নিয়ে) হয়। সকাল ৯টায় এই প্রতিযোগিতার সময় প্রচণ্ড গরম ও আর্দ্র পরিবেশ ছিল।
Army statement on 9 Corps Recce Troop Competition:
In an organised, supervised and monitored training activity near Pathankot, due to severe weather conditions, there has been one fatal casualty & few individuals admitted in MH Pathankot. Requisite medical care being provided. pic.twitter.com/f8dliitjoB— Man Aman Singh Chhina (@manaman_chhina) August 21, 2021
আরও পড়ুন চরম আতঙ্কের মাঝেই কাবুল থেকে ৮৫ ভারতীয়কে দেশে ফারাচ্ছে বায়ু সেনা
এক শীর্ষ সেনা আধিকারিক জানিয়েছেন, পাঠানকোটের কাছে এই প্রতিযোগিতা আয়োজিত হয়। প্রতিযোগিতার সুপারভাইজ ও মনিটর করা হয় সেনার মাধ্যমে। কিন্তু প্রতিকূল আবহাওয়ার জন্য একজন জওয়ানের মৃত্যু হয়। বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থদের পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন