Advertisment

দুয়ারে পিজ্জা দিতে পারলে দুয়ারে রেশন নয় কেন? মোদীকে প্রশ্ন কেজরিওয়ালের

Arvind Kejriwal appealed to PM Narendra Modi: ‘‘হাত জোর করছি, আমাকে ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার অনুমতি দিন।’’

author-image
IE Bangla Web Desk
New Update
Arvind kejriwal, Narendra modi

ভিডিও বার্তায় মোদীকে আর্জি জানালেন কেজরিওয়াল

Arvind Kejriwal, PM Narendra Modi: করোনাকালে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার কর্মসূচি নিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দিল্লিতে সেই কর্মসূচী বাতিল করে দিয়েছিল কেন্দ্র। এই প্রেক্ষিতেই এবার মোদী সরকারকে বিঁধলেন আপ-প্রধান।

Advertisment

অরবিন্দ কেজরিওয়ালের কথায়, বাড়ির দোরগোড়ায় যদি পিৎজা, বার্গার, স্মার্টফোন এবং জামাকাপড় ডেলিভারি করা যেতে পারে, তবে রেশন কেন ডেলিভারি করা যাবে না? এরপরই কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়ে কেজরি বলেন, ‘‘হাত জোর করছি, আমাকে ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার অনুমতি দিন।’’

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কেজরিওয়াল দিল্লিবাসীর দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। সেই মতো চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ রাজধানী দিল্লির বুকে শুরু হওয়ার কথা ছিল ‘দুয়ারে রেশন’ প্রকল্পের।

আরও পড়ুন, শুভেন্দুর বিরুদ্ধে ‘ত্রাণ চুরির’ বিস্ফোরক অভিযোগ, দায়ের FIR

আম আদমি পার্টি প্রধান বলেন, "দিল্লি সরকারের এই পরিকল্পনায় লক্ষ লক্ষ গরিব এবং নিম্নবর্গীয় দিল্লিবাসী উপকৃত হতে পারতেন। কোন যুক্তিতে কেন্দ্র এই প্রকল্প বন্ধ করল? আইনত দিল্লি সরকার এই ধরনের প্রকল্পের জন্য কেন্দ্রের অনুমতি নিতে বাধ্য নয়। তবু সৌজন্য দেখাতেই আমরা কেন্দ্রের অনুমতি নিয়েছিলাম। এক বার নয়, পাঁচ বার।’’

কেজরিওয়াল এও অভিযোগ করেন যে, প্রথমবার কোনো সরকার রেশন মাফিয়াদের তদন্তের জন্য পদক্ষেপ নিয়েছিল। কিন্তু প্রকল্পটি কার্যকর হওয়ার এক সপ্তাহ আগেই বাতিল করে দিল কেন্দ্র। যদিও কেন্দ্রের তরফে দাবি, এই প্রকল্পের জন্যে দিল্লি সরকার কেন্দ্রের থেকে কোনও অনুমোদন নেয়নি। 

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Arvind Kejriwal PM Modi delhi PM Narendra Modi
Advertisment