তখন সবে তিনি কাজ সেরে বাড়িতে মধ্যাহ্নভোজ সারতে যাবেন বলে বেরিয়েছেন। অমনি তাঁর মুখে এসে পড়ল লঙ্কার গুঁড়ো। শুধু তাই নয়, তাঁর চশমাও মাটিতে লুটিয়ে পড়ল। হ্যাঁ, এমন কাণ্ড ঘিরেই নতুন করে শোরগোল পড়ে গেল রাজধানীতে। আর কেউ নয়, খোদ মুখ্যমন্ত্রীর চোখে লঙ্কার গুঁড়ো! এমন তাজ্জব ঘটনাই ঘটেছে এদিন। অতর্কিতে লঙ্কার গুঁড়োর হামলায় চশমাও ভেঙেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।
ঠিক কী ঘটেছিল? সূত্র মারফৎ জানা গিয়েছে যে, এদিন কাজ সেরে বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন বলে বেরিয়েছিলেন কেজরি। আচমকাই তাঁর সামনে এসে হাজির হন এক মাঝবয়সী ব্যক্তি। বেশ কিছু বিষয়ে ওই ব্যক্তি ক্ষুব্ধ বলে দাবি করেন তিনি। সেইসময়ই কয়েক সেকেন্ডের মধ্যে কেজরির মুখে লঙ্কার গুঁড়ো ছুড়ে মারেন ওই ব্যক্তি। এর জেরে কেজরিওয়ালের চশমাও মাটিতে পড়ে যায়। কী কারণে আম আদমি পার্টি প্রধানের উপর এমন হামলা চালানো হল, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন, বিজেপি বিধায়ককে জুতোর মালা- দেখুন ভিডিও
এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরব হয়েছে আম আদমি পার্টি। দিল্লি পুলিশকে দুষে আপের তরফে বলা হয়েছে যে, বড়সড় নিরাপত্তার ফাঁক এটা। টুইটারে দলের তরফে বলা হয়েছে, ‘‘দিল্লিতেও মুখ্যমন্ত্রী নিরাপদ নন।’’ উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিসেবে জেড প্লাস নিরাপত্তাবেষ্টনীতে থাকেন কেজরিওয়াল। একইসঙ্গে ২৫ জন পুলিশকর্মী সারাক্ষণ তাঁকে ঘিরে থাকেন। এত কড়া নিরাপত্তার বলয় পেরিয়ে কীভাবে ওই ব্যক্তি কেজরির মুখে লঙ্কার গুঁড়ো ছুঁড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।
Read the full story in English