NRC Final List Online: এনআরসি-র চূড়ান্ত তালিকায় নাম উঠেছে কিনা তা আজ থেকেই অনলাইনে দেখতে পাবেন আসামবাসী। আজই অনলাইনে প্রকাশিত হয়েছে আসামে জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা। উল্লেখ্য, গত ৩১ অগাস্ট প্রকাশ করা হয়েছে এনআরসি-র চূড়ান্ত তালিকা।৩ কোটি ৩০ লক্ষ ২৭ হাজার ৬৬১ জন আবেদনকারীর মধ্যে এনআরসি তালিকায় ঠাঁই পেয়েছেন ৩ কোটি ১১ লক্ষ ২১ হাজার ৪ জন। জাতীয় নাগরিকপঞ্জীর তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৭ জনের নাম।
src="https://www.youtube.com/embed/FI5Poo7AQgo" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">
আরও পড়ুন: স্বরাষ্ট্র ছাড়া সব গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিই গেরুয়া দখলে
অনলাইনে কীভাবে দেখবেন এনআরসিতে নামের তালিকা?
www.nrcassam.nic.in অথবা www.assam.mygov.in ওয়েবসাইটে লগ ইন করে দেখা যেতে পারে চূড়ান্ত তালিকা। এই দুই ওয়েবসাইটের “Supplementary Inclusions/Exclusions Lists (Final NRC) status” লিঙ্কে ক্লিক করে টাইপ করতে হবে আবেদনকারীর অ্যাপ্লিকেশন রেফারেন্স নম্বর (এআরএন)। এর মাধ্যমেই জানা যাবে তালিকাতে সংশ্লিষ্ট আবেদনকারীর নাম অন্তর্ভুক্ত হয়েছে কিনা।
আরও পড়ুন: এনআরসিতে বাদ পড়া ১৯ লক্ষের ভবিষ্যৎ কী?
এছাড়া এনআরসি তালিকায় নাম উঠেছে কিনা তা এনআরসি সেবা কেন্দ্র অথবা সার্কেল অফিসারের অফিস কিংবা ডেপুটি অফিসারের অফিসে গিয়ে দেখতে পারা যাবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে এই তালিকা দেখা যাবে (ছুটির দিন বাদে)।
অন্যদিকে, এনআরসি তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা বিশেষ আদালতে আবেদন করার সুযোগ পাবেন। ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন তালিকাছুটরা। তাঁদের ১২০ দিনের মধ্যে আবেদন করতে হবে। সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, তালিকা থেকে নাম বাদ পড়ার সঙ্গে সঙ্গেই কাউকে বিদেশি হিসেবে গণ্য করা হবে না।
Read the full story in English