অসমে উলফাপন্থী ফেসবুক পোস্টের দায়ে এক পড়ুয়ার জেল হল। বর্ষাশ্রী বড়গোঁহাই নামে ওই বছর ১৯-এর কিশোরী জোরহাট কলেজে ম্যাথেমেটিক্সের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। তাঁকে ১৮ মে গোলাঘাট থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এর ১০ এবং ১৩ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই পরিস্থিতিতে ওই ছাত্রীর মুক্তির দাবি জানিয়েছে তাঁর পরিবার। তার প্রক্ষিতে পালটা বিবৃতি দিয়েছে অসম পুলিশ। অসম পুলিশের স্পেশ্যাল ডিসিপি (আইন-শৃঙ্খলা) জিপি সিং জানিয়েছেন, 'যা হচ্ছে সব আইন অনুযায়ীই চলছে।'
ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম (স্বাধীন) বা উলফা-আই নামে জঙ্গি সংগঠন বর্তমানে গোটা অসমে তাদের প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। উলফার একাংশ অরবিন্দ রাজখোয়ার নেতৃত্বে সরকারের কাছে আত্মসমর্পণ করেছে। কিন্তু, পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন উলফার অন্য অংশ এখনও আত্মসমর্পণ করেনি। তারা স্বাধীন অসমের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে। রাজখোয়াদের নেতৃত্বাধীন উলফার একাংশ সরকারের কাছে আত্মসমর্পণ করার পর স্বাধীন উলফা সংগঠন তৈরি করেছে পরেশ বড়ুয়ারা। সেই সংগঠনের হয়েই সোশ্যাল মিডিয়ায় প্রচার চালানোর অভিযোগ উঠেছে বর্ষাশ্রী বড়গোঁহাইয়ের বিরুদ্ধে।
আরও পড়ুন- অবসরপ্রাপ্ত পুলিশকর্তাই জঙ্গিদের ‘রাইট হ্যান্ড’, কাকে বিশ্বাস? তুলকালাম প্রশাসনে
তারপরই জোরহাট পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত চালিয়ে ওই কিশোরীকে গ্রেফতার করেছে। বর্তমানে ওই কিশোরীকে গোলাঘাট জেলা জেলে রাখা হয়েছে। এনিয়ে গৌহাটি হাইকোর্টে মামলাও চলছে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২১ জুলাই। অহমিয়া ভাষায় পুলিশের এফআইআরে লেখা হয়েছে, ধৃত ছাত্রীর ফেসবুক পোস্টে লেখা ছিল, 'স্বাধীন সূর্যের পথে একধাপ। আমরা বিদ্রোহ চালিয়েই যাব।' পুলিশের অভিযোগ, ধৃত ছাত্রী রাষ্ট্রদ্রোহে জড়িত ছিল। রাষ্ট্রের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রও চালাচ্ছিল। এফআইআরে লেখা হয়েছে, ধৃত ছাত্রী ওই ফেসবুক পোস্টের কথা স্বীকার করে নিয়েছেন। ওই ছাত্রী রাষ্ট্রদ্রোহের আহ্বান জানিয়েছেন, তার ফেসবুক পোস্টেই তা স্পষ্ট হয়েছে। এমনটাই দাবি পুলিশের।
অসম পুলিশ জানিয়েছে, 'যখন কেউ খোলাখুলি নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে সমর্থন জানায়। রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আমরা আইন অনুযায়ীই ব্যবস্থা নিতে বাধ্য। ওই ছাত্রীর বিরুদ্ধে ইতিমধ্যে আদালতে চার্জশিট পেশ হয়েছে। আইন আইনের পথে চলবে।'
Read full story in English