Advertisment

এক্সপ্রেস ট্রেন উড়িয়ে দেওয়ার বিরাট ষড়যন্ত্র! ঘটনার বীভৎসতায় শিউরে উঠলেন যাত্রীরা

Kalindi Express: গত কয়েক মাসে ঘটে গিয়েছে একের পর এক ট্রেন দুর্ঘটনা। যার জেরে বড়সড় প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। এবার আস্ত এক্সপ্রেস ট্রেন উড়িয়ে দেওয়ার ছক।

author-image
IE Bangla Web Desk
New Update
kalindi express

কালিন্দী এক্সপ্রেস উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র বানচাল।

Kalindi Express: গত কয়েক মাসে ঘটে গিয়েছে একের পর এক ট্রেন দুর্ঘটনা। যার জেরে বড়সড় প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। এবার আস্ত এক্সপ্রেস ট্রেন উড়িয়ে দেওয়ার ছক। চালকের তৎপরতায় অল্পের জন্য বিরাট বিপদ এড়ানো গিয়েছে বলেই রেল সূত্রে খবর। উত্তরপ্রদেশের কানপুরে ট্রেন উড়িয়ে দেওয়ার বড়সড় চক্রান্ত সামনে এসেছে। কালিন্দী এক্সপ্রেস উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র বানচাল। চালকের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পায় ট্রেনটি। তবে রেলের গতি বেশি থাকায় রেললাইনের ওপর রাখা রান্নার গ্যাসের সিলিন্ডারের সঙ্গে সংঘর্ষ হয় ট্রেনটির। এই ঘটনায় শুরু হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত।  

Advertisment

কী জানিয়েছে রেল? 

এক্সপ্রেস ট্রেন উড়িয়ে দেওয়ার বড়সড় ষড়যন্ত্র। বিরাট প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। উত্তরপ্রদেশে কালিন্দী এক্সপ্রেস উড়িয়ে দেওয়ার বড়সড় ষড়যন্ত্র বানচাল। রেল লাইন থেকে উদ্ধার করা হয়েছে এলপিজি সিলিন্ডার এবং পেট্রোল বোতল, দেশলাইয়ের বাক্স। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। আরপিএফ-র তরফে ইতিমধ্যে ঘটনায় একটি এফআইআর দায়ের করেছে। এরই সঙ্গে মামলার তদন্তভার আইবিকে হস্তান্তর করা হয়েছে। রেল সূত্রে খবর, রেল লাইনের উপর এভাবে গ্যাস সিলিন্ডার এবং পেট্রোলের বোতল রাখা স্বাভাবিক ঘটনা নয়। এর পিছনে থাকতে পারে নাকশতার ছক। রেলের আধিকারিকরা মনে করছেন স্পষ্টতই এটা কোন বড়সড় ষড়যন্ত্রের ইঙ্গিত। তবে রেলের আধিকারিকদের মতে, এমন ঘটনা এই প্রথম নয়। উত্তরপ্রদেশে গত কয়েক মাসে রেললাইনে একাধিক স্পর্শকাতর জিনিসপত্র রেখে নাকশতা চালানো্র চেষ্টা করা হচ্ছে। প্রয়াগরাজ থেকে মহারাষ্ট্রের ভিওয়ান্ডি যাচ্ছিল কালিন্দী এক্সপ্রেস। রেল সূত্রে খবর, কানপুরের শিবরাজপুরের কাছে রেললাইনের ওপর রাখা ছিল রান্নার গ্যাসের সিলিন্ডার।

RG Kar Case: সঞ্জয় একাই? নাকি পিছনে অন্যরাও? সুপ্রিম কোর্টে কী বলবে CBI? নজর গোটা বাংলার

আরপিএফ আধিকারিকদের মতে, কালিন্দী দ্রুত গতিতে ছুটে চলার সময় রেল লাইনে রাখা এলপিজি গ্যাস সিলিন্ডারের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। সৌভাগ্যক্রমে ট্রেনের চালক ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটিকে দাঁড় করান। ফলে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। এর পরে, জিআরপি এবং আরপিএফের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। তাতেই চোখ কপালে আধিকারিকদের। রেললাইনে এলপিজি সিলিন্ডারটি ছাড়াও রাখা ছিল পেট্রোল বোমা, দেশলাইন বাক্স এবং অন্যান্য সংবেদনশীল জিনিসপত্র। এদিকে এই ঘটনার পর কালিন্দী এক্সপ্রেস প্রায় ২২ মিনিট দাঁড়িয়েছিল। পরে, ট্র্যাক পরীক্ষা করে, এই ট্রেনটিকে গন্তব্যের উদ্দেশে যাত্রার অনুমতি দেওয়া হয়।  কিছু দিন আগে একই ঘটনা ঘটেছিল সবরমতি এক্সপ্রেসে। সেই দুর্ঘটনায় ট্রেনের ২২টি বগি উল্টে যায়।

Sharad Pawar : মমতার দেখানো পথে হাঁটার ভাবনা! ধর্ষণবিরোধী বিল আনার পক্ষে জোরালো সওয়াল

কানপুরের ডিএম ও পুলিশ কমিশনার পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যসচিব ও ডিজিপিকেও এই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে রেলের তরফে। রেলের আধিকারিকদের মতে, ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডারটি রেললাইনে বেশ কিছুটা ঘষটে ঘষটে এগিয়ে যায়। রেলওয়ে কর্মকর্তাদের মতে, ষড়যন্ত্রের জন্য আগে থেকেই সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছিল। সৌভাগ্যক্রমে লোকো পাইলট জরুরি ব্রেক কষেন যার ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বররাজপুর স্টেশন থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে এলপিজি সিলিন্ডারের সঙ্গে সংঘর্ষ ঘটে ট্রেনটির। এর পরে একটি বিকট শব্দ শোনা যায়, লোকো পাইলট সঙ্গে সঙ্গে জরুরি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন। এর পর লোকো পাইলট সঙ্গে সঙ্গে গার্ডকে খবর দেন। উদ্ধার হওয়া গ্যাস সিলিন্ডার ও পেট্রোল বোমা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তথ্য অনুযায়ী, কালিন্দি এক্সপ্রেস (১৪৭২৩), হরিয়ানার ভিওয়ানি থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ যাচ্ছিল।

সিঙ্গেল চার্জে পান ১৫০ কিমির দুর্দান্ত রেঞ্জ, দামও আট হাজার কম! আলোড়ণ ফেলল বাজাজের ই-স্কুটার

 

 

Air IndiaIndian railway Train Accident indian railway Indian Railways
Advertisment