Advertisment

RG Kar Case: মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিন, জুনিয়র ডাক্তারদের সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

RG Kar Case-Supreme Court: আরজি কর মামলার শুনানিতে এদিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে ফের একবার স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Supreme Court, RG Kar Protest, আরজি কর, সুপ্রিম কোর্ট

আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার বার্তা সুপ্রিম কোর্টের।

RG Kar Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের একটানা আন্দোলন নিয়ে ফের একবার প্রশ্ন সুপ্রিম কোর্টের। আন্দোলনকারী চিকিৎসকদের আগামিকাল বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দেওয়ার আহ্বান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের।

Advertisment

সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির প্রসঙ্গটি এদিন ফের তোলেন। রাজ্যের আইনজীবী তাঁর সওয়ালে বলেন, "একটানা আন্দোলনের জেরে ২৩ জন মারা গিয়েছেন। ৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জুনিয়র চিকিৎসকরা এখনও কাজে ফিরছেন না। পুলিশের অনুমতি না নিয়েই জায়গায়-জায়গায় প্রতিবাদ জানানো হচ্ছে। ৪১ জন পুলিশ কর্মী আহত হয়েছেন।"

রাজ্যের আইনজীবীর সওয়ালের পাল্টা চিকিৎসকদের আইনজীবীও তাঁর সওয়ালে বলেন, "হুমকি দেওয়া হচ্ছে জুনিয়র চিকিৎসকদের।" এরপরই বিষয়টি নিয়ে মন্তব্য করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

আরও পড়ুন- Offbeat Places: পাহাড়ি গ্রামের ভুবনভোলানো রূপ আর মন্ত্রমুগ্ধকর পরিবেশ! উত্তরবঙ্গের এতল্লাট এক কথায় অসাধারণ

আরও পড়ুন- RG Kar Incident: 'গোটা দেশ উদ্বেগে', আরজি কর নিয়ে এই প্রথম মুখ খুললেন মোহন ভাগবত

প্রধান বিচারপতিকে এদিন বলেন, "জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা হবে না এটা আগেই বলা হয়েছে। তবে আন্দোলনকারী চিকিৎসকরা কাজে যোগ না দিলে তাঁদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনও পদক্ষেপ করলে আমরা বাধা দিতে পারব না। আশা করি চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে উপযুক্ত পদক্ষেপ করবে রাজ্য সরকার।" আগামিকাল বিকাল ৫টার মধ্যেই জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দিতে আহ্বান করেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

 

supreme court cbi RG Kar Case
Advertisment