চার বছর আগে, ২০১৮ সালের একটি খুনের ঘটনায় অভিযুক্ত ভারতীয় সন্দেহভাজনকে ধরিয়ে দিতে পারলে ১০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। এমনটাই ঘোষণা করল অস্টেলীয় পুলিশ। অভিযুক্ত ভারতীয়র নাম রাজিন্দর সিং, বয়স ৩৮ বছর। তিনি ইন্নিসফেইলে নার্সের কাজ করতেন। পুলিশের অভিযোগ, রাজিন্দরই এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত। অস্ট্রেলীয় মহিলা তোয়াহ কর্ডিংলির খুনের দু'দিন পর রাজিন্দর অস্ট্রেলিয়া থেকে ভারতে পালিয়ে যায়। চাকরি, স্ত্রী আর তিন সন্তানকে ফেলেই পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজিন্দর সিং পঞ্জাবের বাট্টার কালানের বাসিন্দা। নিহত মহিলা তোয়াহ কর্ডিংলি ২৪ বছর বয়সি। ঘটনার সময় তোয়াহ কর্ডিংলি ওয়ানগেট্টি সৈকতে তাঁর কুকুরকে নিয়ে হাঁটছিলেন। ঘটনাস্থল ছিল কুইনসল্যান্ডের কেয়ার্নস থেকে ৪০ কিলোমিটার দূরে। দিনটা ছিল ২০১৮ সালের ২১ অক্টোবর। সেই দিনই ওই যুবতীর দেহ উদ্ধার হয়। এক প্রেস বিবৃতিতে এমনটাই জানা গিয়েছে।
এই পরিস্থিতিতে রাজিন্দরকে ধরতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করল কুইন্সল্যান্ড পুলিশ। তবে, কুইন্সল্যান্ড পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান সোনিয়া স্মিথ জানিয়েছেন, এই পুরস্কার ঘোষণা নতুন কিছু নয়। সোনিয়া স্মিথ বলেন, 'আমরা জানি যে সিং ২২ অক্টোবর পালিয়ে যায়। তোয়াহ খুনের ঠিক একদিন পরেই, ২৩ অক্টোবর সিডনি থেকে ভারতে চলে যায়। সে যে ভারতে গেছে, এটা নিশ্চিত।'
আরও পড়ুন- গুলিবিদ্ধ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, বিপন্মুক্ত বলেই দাবি দলের নেতাদের
সোনিয়া স্মিথ আরও বলেন, 'একদল তদন্তকারী রাজিন্দর সিংকে ধরতে ভারতে গিয়েছেন। গোটা দেশ থেকে যাঁরা ভালো হিন্দি এবং পঞ্জাবি বলতে পারেন, এমন অফিসারদেরই বাছা হয়েছে। ভারতে যাঁরা রাজিন্দর সিংয়ের ঠিকানা জানেন, তাঁরা হোয়াটসঅ্যাপে এই অফিসারদের খবর দিতে পারেন।' এই ব্যাপারে অস্ট্রেলিয়ার পুলিশমন্ত্রী মার্ক রিয়ান সাংবাদিকদের বলেন, 'যাঁরা অভিযুক্ত রাজিন্দরকে চেনেন, তাঁরা ভালো করেই জানেন যে সে এখন কী করছে। আমরা, সেই সব লোকেদের সহযোগিতা করার জন্য বলছি। আমাদের বিশ্বাস অস্ট্রেলিয়া এবং ভারত থেকে রাজিন্দরের ব্যাপারে কোনও না-কোনও খবর পাওয়া যাবেই।'
Read full story in English