Advertisment

লকডাউনে বন্ধ বিমান, টিকিটের টাকা ফেরত নিয়ে গাইডলাইন প্রকাশের সম্ভাবনা

মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ''বিমানসংস্থাগুলির সিইও-দের সঙ্গে ভিডিও কনফারেন্স করা হয়েছে। গাইডলাইন নিয়ে আলোচনা করছে মন্ত্রক''।

author-image
IE Bangla Web Desk
New Update
covid-19, কোভিড ১৯, করোনাভাইরাস, করোনা, covid-19 india, covid-19 india outbreak, india lockdown, লকডাউন, covid-19 india lockdown, covid-19 india cases, কোভিড ১৯, covid-19 india deaths, বিমানের টিকিটের দাম, টিকিট রিফান্ড, বিমান টিকিট রিফান্ড , অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, covid-19 flights, covid-19 flight cancellations, covid-19 flight tickets refunds, civil aviation ministry, covid-19 civil aviation ministry, airlines, indian airline companies, indian airline company ceos, flight company ceos, covid-19 indian flights, covid-19 india flights, covid-19 flights suspension, india news, indian express news রাজ্য়ে নতুন করে ২৪ জন করোনা

প্রতীকী ছবি।

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে দ্বিতীয় দফার লকডাউন। এর জেরে দেশে বন্ধ বিমান পরিষেবা। লকডাউনের মধ্য়ে যেসব যাত্রীর বিমানের টিকিট কাটা ছিল, তাঁদের টাকা ফেরত দিতে এবার উদ্য়োগী হল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে যাত্রীদের বিমানের টিকিটের টাকা ফেরত দেওয়ার ব্য়াপারে গাইডলাইন বানানোর ভাবনা চিন্তা করছে মন্ত্রক।

Advertisment

এ প্রসঙ্গে মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ''বিমানসংস্থাগুলির সিইও-দের সঙ্গে ভিডিও কনফারেন্স করা হয়েছে। গাইডলাইন নিয়ে আলোচনা করছে মন্ত্রক''। বুধবার বিকেলে এ নিয়ে দেশের বিমান সংস্থাগুলির সিইও-দের সঙ্গে বৈঠকে বসেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের আধিকারিকরা।

আরও পড়ুন: Corona Lockdown Situation Live Updates: ১২ হাজার পেরোল কোভিড আক্রান্তের সংখ্যা, মৃত্যু বেড়ে ৪১৪

উল্লেখ্য়, ঘরোয়া বিমানসংস্থাগুলি টিকিটের টাকা নগদে ফেরত না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে। পরিবর্তে আগামী দিনের বিমান সফরে ক্রেডিট ইস্য়ু করা হবে বলে জানানো হয়েছে। ঘরোয়া বিমান সংস্থাগুলির এই সিদ্ধান্তের বিরুদ্ধে বেশ কয়েকজন সরব হয়েছেন সোশ্য়াল মিডিয়ায়।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে করোনাভাইরাস পরিস্থিতিতে যাত্রীদের টিকিটের টাকা ফেরতের জন্য় বিমান সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে আমেরিকা।

গত ২৫ মার্চ থেকে ভারতে লকডাউন চলছে। প্রথম দফায় ২১ দিনের লকডাউন চলে ভারতে। এরপর আগামী ৩ মে পর্যন্ত দ্বিতীয় দফার লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউন চলাকালীন ঘরোয়া ও আন্তর্জাতিক বিমান ওঠানামা বন্ধ থাকবে। এদিকে, দেশে করোনা আক্রান্তের সংখ্য়া ১২ হাজার ছাড়িয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment