Advertisment

Baba Ka Dhaba: ৪৮ ঘণ্টা হতে চলল, এখনও সংজ্ঞাহীন 'বাবা কা ধাবা'র কান্তা প্রসাদ

baba ka dhaba owner still critical:: শনিবার হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, কান্তা প্রসাদের অবস্থা এখনও আশঙ্কাজনক। ভেন্টিলেশনে রয়েছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Baba Ka Dhaba, Delhi, YouTuber, Gaurav Wasan, Food Vlogger

৪৮ ঘণ্টা হতে চলল, এখনও জ্ঞান ফেরেনি দিল্লির বাবা কা ধাবার মালিক কান্তা প্রসাদের।

Baba Ka Dhaba: ৪৮ ঘণ্টা হতে চলল, এখনও জ্ঞান ফেরেনি দিল্লির বাবা কা ধাবার মালিক কান্তা প্রসাদের। বৃহস্পতিবার রাতে আত্মহত্যার চেষ্টা করেন এই অশীতিপর বৃদ্ধ। তারপর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় দিল্লির সফদর জং হাসপাতালে। সেই থেকে আইসিইউ-তে রয়েছেন তিনি। এখনও বিপন্মুক্ত নন কান্তা প্রসাদ।

Advertisment

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, মদের সঙ্গে ঘুমের ওষুধ খান কান্তা প্রসাদ। তারপর থেকেই অচৈতন্য তিনি। তাঁর ছেলে করণ পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে মদের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন কান্তা। গত কয়েকদিন ধরে ব্যবসা মার খাওয়ায় অবসাদে ভুগছিলেন বাবা কা ধাবার মালিক।

শনিবার হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, কান্তা প্রসাদের অবস্থা এখনও আশঙ্কাজনক। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে আইসিইউ-তে। ভেন্টিলেশনে রয়েছেন তিনি। তাঁর স্ত্রী বাদামি দেবী বলেছেন, দিল্লির মালব্য নগরে গত ডিসেম্বরে নয়া রেস্তরাঁ খুলেছিলেন কান্তা। কিন্তু গ্রাহক না হওয়ার জন্য সেটা কয়েক দিন আগে বন্ধ করে দিতে হয়।

আরও পড়ুন নিজের কৃতকর্মের জন্য চরম অবসাদ, আত্মহত্যার চেষ্টা ‘বাবা কা ধাবা’র কান্তা প্রসাদের

গত বছর ডিসেম্বরে নিজের রেস্তরাঁ খুলেছিলেন কান্তা। জনপ্রিয়তার শিখরে পৌঁছে ইউটিউবার গৌরব ওয়াসানের নামে টাকা সরানোর অভিযোগ করেন। তারপর থেকে নেটিজেনদের রোষে পড়েন তিনি। সেই সঙ্গে প্রভাব পড়ে ব্যবসাতেও। ধীরে ধীরে গ্রাহক কমতে থাকে।

কয়েকদিন আগে ব্যবসায় একেবারে মন্দার জেরে রেস্তরাঁ বন্ধ করে ফের ফুটপাতের ধারে দোকানে ফেরেন কান্তা। রেস্তরাঁ চালাতে মাসে খরচ ছিল প্রায় লাখ টাকা, কিন্তু রোজগার হত মাত্র ৩০ হাজারের মতো। নিজের ভুল বুঝতে পেরে সম্প্রতি একটি ভিডিও বার্তায় গৌরবের কাছে ক্ষমা চান কান্তা। গৌরবও তাঁর সঙ্গে গিয়ে দেখা করেন। কিন্তু অবসাদ কুরে কুরে খাচ্ছিল বৃদ্ধকে। যার জেরেই এই আত্মহত্যার চেষ্টা বলে জানিয়েছে পুলিশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Baba Ka Dhaba
Advertisment