Baba Ramdev: বাবা রামদেবের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা। আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে বিভ্রান্তিকর দাবি করায় বাবা রামদেব এবং দিব্যা ফার্মেসির ঝামেলা আরও বাড়তে চলেছে।
ইংরেজি ও মালায়ালম সংবাদপত্রে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশ মামলায় বাবা রামদেবে বিরুদ্ধে জারি জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। কেরলের একটি আদালত দিব্যা ফার্মেসি এবং এর সহ-প্রতিষ্ঠাতা বাবা রামদেব এবং কোম্পানির অন্যতম সহ প্রতিষ্ঠাতা আচার্য বালকৃষ্ণের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ।
লাইভ ল-এর একটি প্রতিবেদন অনুসারে, বাবা রামদেবের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয় ১৬ জানুয়ারি। সশরীরে হাজিরার নির্দেশ দেওয়ার পরও আদালতে হাজির না হওয়ায় ১৬ জানুয়ারি আদালত এই নির্দেশ জারি করে। তার বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে দিব্যা ফার্মেসির প্রকাশিত বিজ্ঞাপনগুলি ১৯৫৪ সালের আপত্তিকর বিজ্ঞাপন আইনের বিধান লঙ্ঘন করেছে।
কেরলে দিব্যা ফার্মেসির বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি মামলায় এর আগেও দায়ের করা হয়েছে। অভিযোগ অ্যালোপ্যাথি সহ আধুনিক চিকিৎসাকে অবমাননা করে এমন বিজ্ঞাপন প্রকাশ করেছে সংস্থা। পাশাপাশি রোগ নিরাময়ের ভিত্তিহীন দাবি করা হয়েছে সংস্থার প্রকাশিত বিজ্ঞাপনে। গত দু বছর ধরে পতঞ্জলি এবং এর প্রতিষ্ঠাতা এই ধরণের আপত্তিকর বিজ্ঞাপনের কারণে শিরোনামে রয়েছেন।
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) পতঞ্জলি আয়ুর্বেদের বিজ্ঞাপনের বিরুদ্ধে একটি আবেদন দায়ের করার পর বিষয়টি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে। আদালত বলেছিল যে পতঞ্জলি দেশকে বিভ্রান্ত করছে মিথ্যা দাবি করে যে তাদের ওষুধগুলি কিছু রোগ নিরাময় করে, যদিও এর কোনও বাস্তব প্রমাণ নেই। রামদেব এবং বালকৃষ্ণ আদালতে হাজির হয়ে ক্ষমা চাওয়ার পর, সুপ্রিম কোর্ট আদালতকে ক্ষমা চাওয়ার বিষয়টি সংবাদপত্রে প্রকাশের নির্দেশ দেয়।