US President Donald Trump: শপথ নিয়েই 'বোমা' ফাটালেন ট্রাম্প, তৃতীয় লিঙ্গের সরকারি স্বীকৃতিতে 'না', বিরাট ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের

US President Donald Trump: শপথ নেওয়ার পরই 'বোমা' ফাটালেন ট্রাম্প। আমেরিকায় এবার সরকারি ভাবে কেবল দুটি লিঙ্গ স্বীকৃতি পাচ্ছে এক পুরুষ, দুই মহিলা। এর বাইরে তৃতীয় লিঙ্গের কোন স্বীকৃতি সরকারি ভাবে সেদেশে থাকবে না।

author-image
IE Bangla Web Desk
New Update
Corona Pandemic, Donald Trump

শপথ নিয়েই 'বোমা' ফাটালেন ট্রাম্প, তৃতীয় লিঙ্গের সরকারি স্বীকৃতিতে 'না', বিরাট ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের

US President Donald Trump: শপথ নেওয়ার পরই 'বোমা' ফাটালেন  ট্রাম্প। আমেরিকায় এবার সরকারি ভাবে কেবল দুটি লিঙ্গ স্বীকৃতি পাচ্ছে এক পুরুষ, দুই মহিলা। এর বাইরে তৃতীয় লিঙ্গের কোন স্বীকৃতি সরকারি ভাবে সেদেশে থাকবে না। এবিষয়ে শীঘ্রই এক নির্দেশ জারি করতে চলেছে ট্রাম্প প্রশাসন। দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, নতুন এই আদেশের ফলে এবার থেকে পাসপোর্ট, ভিসা এবং অন্য সব সরকারি নথিতে পুরুষ এবং মহিলা এই দু’টি লিঙ্গেরই কেবল উল্লেখ থাকবে। 

Advertisment

সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কুর্সিতে বসেই ট্রাম্প বেশ কয়েকটি নির্বাহী সিদ্ধান্ত ঘোষণা করেছেন এবং বলেছেন যে 'আমেরিকার স্বর্ণযুগ এখন থেকে শুরু হচ্ছে'। ট্রাম্প বলেন, আজ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি ভাবে কেবল দুটি লিঙ্গের স্বীকৃতি থাকবে- পুরুষ এবং মহিলা। তিনি আরও বলেন, আমি অবিলম্বে সমস্ত সরকারি সেন্সরশিপ বন্ধ এবং আমেরিকায় মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য একটি নির্বাহী আদেশেও স্বাক্ষর করব। তিনি তাঁর নির্বাচনী প্রচারেও  'ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের' বিরুদ্ধেও কড়া মনোভাব পোষণ করেছিলেন। ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন মার্কিন সেনাবাহিনীতে মহিলা ও ট্রান্সজেন্ডারদের যোগদানের ফলে আমেরিকার নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল হয়ে পড়ছে। 

ক্ষমতাইয় বসার পরই ট্রাম্প বলেন, 'আমরা এমন একটি সমাজ তৈরি করব যেটি কেবল যোগ্যতার উপর ভিত্তি করে তৈরি হবে। এই সপ্তাহে, আমি অন্যায়ভাবে বহিষ্কৃত সকল সেনা সদস্যকে পুনর্বহাল করব'। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মেটা সিইও মার্ক জুকারবার্গ এবং তার স্ত্রী প্রিসিলা চ্যান, অ্যামাজনের সিইও জেফ বেজোস, পাশাপাশি গুগলের সিইও সুন্দর পিচাই, ছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের একজন, ইলন মাস্কও। অনুষ্ঠানে অ্যাপলের সিইও টিম কুক এবং টিকটকের সিইও শো জি চিউও হাজির ছিলেন।

সইফের হামলাকারী সিমকার্ড কেনেন বাংলা থেকে? 

Donald Trump