জোর ধমক খেলেন বাবুল সুপ্রিয়, কেন?

নিজের মন্তব্যের জন্য কড়া ধমক খেলেন বাবুল সুপ্রিয়।

নিজের মন্তব্যের জন্য কড়া ধমক খেলেন বাবুল সুপ্রিয়।

author-image
IE Bangla Web Desk
New Update
'দিদি, আপনি একাই কাজ করছেন না'

বাবুল সুপ্রিয়।

তিরস্কার করতে গিয়ে নিজেই তিরষ্কৃত হলেন বাবুল সুপ্রিয়। সংসদে কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে আক্রমণ করায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে ধমক দিলেন স্পিকার ওম বিড়লা। ‘মন্ত্রীজি, সাংসদকে বকুনি দেওয়ার কোনও অধিকার আপনার নেই’, এ ভাষাতেই বাবুলকে থামান লোকসভার অধ্যক্ষ।

Advertisment

আরও পড়ুন: ‘মমতা-ধনকড় গট-আপ’, রাজ্যপালের চাপেই মত বদলালেন মমতা?

জানা যাচ্ছে, বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য করেন বাবুল সুপ্রিয়। এরপর বাবুলকে ধমকের সুরে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, ‘‘মন্ত্রীজি, লোকসভার কোনও সদস্যকে বকুনি দেওয়ার অধিকার আপনার নেই’’। এরপরই সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীকে স্পিকার বলেন, সংসদের রীতি সম্পর্কে বাবুলকে অবগত করুন।

Advertisment

আরও পড়ুন: “মোদী প্রধানমন্ত্রীসুলভ আচরণ করেন না”, মন্তব্য ‘টিউবলাইট’ খোঁচায় বিদ্ধ রাহুলের

উল্লেখ্য, আসানসোলের বিজেপি সাংসদের মন্তব্যের বিরোধিতা জানিয়ে এদিন সংসদে সরব হন কংগ্রেস সাংসদরা। কংগ্রেস সাংসদদের বিরোধিতার পরই নিজের মন্তব্য প্রত্যাহার করে নেন বাবুল সুপ্রিয়। তিনি বলেন, অধীর চৌধুরীকে দীর্ঘদিন ধরে চেনেন। এ ঘটনার সময় সংসদে উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
adhir choudhury Babul Supriyo