করোনার বিরুদ্ধে যুদ্ধে শামিল মদ প্রস্তুতকারক সংস্থা বাকার্ডিও। ভাইরাস মোকাবিলায় ৭০ হাজার লিটার হ্য়ান্ড স্য়ানিটাইজার তৈরি করবে বাকার্ডি। সোমবার এমনটাই জানিয়েছে ওই সংস্থা। জেলার সরকারি হাসপাতালে ওই হ্য়ান্ড স্য়ানিটাইজার সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য়, করোনা রুখতে হ্য়ান্ড স্য়ানিটাইজার অন্য়তম উপাদান। ভাইরাস থেকে বাঁচতে বারবার সাবান বা হ্য়ান্ড স্য়ানিটাইজার দিয়ে হাত ধোওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে বাজারে কার্যত অমিল হ্য়ান্ড স্য়ানিটাইজার।
জানা গিয়েছে, তেলঙ্গানায় হ্য়ান্ড স্য়ানিটাইজার প্রস্তুত করছে ওই সংস্থা। বাকার্ডি লিমিটেডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, যেসব রাজ্য়ে ওই সংস্থার কো-প্য়াকিং সুবিধা রয়েছে, সেখানেও হ্য়ান্ড স্য়ানিটাইজার সরবরাহ করা হবে।
৭০ হাজার লিটার হ্য়ান্ড স্য়ানিটাইজার তৈরি করবে বাকার্ডি। যা প্রথমে জেলার সরকারি হাসপাতালে বিতরণ করা হবে। স্থানীয় জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে ওই সংস্থা।
আরও পড়ুন: ‘করোনায় হটস্পট নয় এমন এলাকা খোলার প্রস্তুতি নিন’, কেন্দ্রীয় মন্ত্রীদের বার্তা মোদীর
উল্লেখ্য়, বিশ্বজুড়ে করোনার হাহাকার। এই পরিস্থিতিতে গোটা দুনিয়ায় ২ লক্ষ ৬০ হাজার গ্য়ালনেরও(১.১ মিলিয়ন লিটার) বেশি হ্য়ান্ড স্য়ানিটাইজার তৈরির অঙ্গীকার নিয়েছে বাকার্ডি। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ফ্রান্স, ইংল্য়ান্ড, ইটালি, স্কটল্য়ান্ডে ইতিমধ্য়েই হ্য়ান্ড স্য়ানিটাইজার তৈরিj কাজ চলছে।
এ প্রসঙ্গে ভারতে বাকার্ডির অপারেশনস ডিরেক্টর ভি মুথুকুমার বলেছেন, ''আমরা, বাকার্ডি বরাবরই সাহায্য় করে থাকি, বিশেষত এই কঠিন সময়ে। তাই আমরা হ্য়ান্ড স্য়ানিটাইজার সরবরাহের উপর জোর দিয়েছি , যা এই সময়ে খুবই জরুরি। আমরা আশাবাদী, করোনার বিরুদ্ধে আমাদের লড়াই জোরদার হবে''।
ভারতে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০৪ জন। করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্য়ু হয়েছে ২৮ জনের, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এদিন স্বাস্থ্য়মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল জানিয়েছেন, করোনায় মৃতদের মধ্য়ে প্রায় ৬৩ শতাংশের বয়স ৬০ বছর বা তার ঊর্ধ্বে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন