Baghpat Laddu Festival Accident: মঙ্গলের সকালে বাঘপাতের আদিনাথ মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। কাঠামো ভেঙে পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে তিন মহিলা সহ ৫ জনের মৃত্যু। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে কমপক্ষে ৫০ জন ভক্ত।
‘আদিনাথ নির্বাণ লাড্ডু উৎসব’ চলাকালীন হুড়মুড়িয়ে পূণ্যার্থীদের মাথার উপর ভেঙে পড়ল কাঠ ও বাঁশের মাচা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে সাতজনের। আহতের সংখ্যাটা কয়েকডজন। ঘটনার জেরে শোরগোল পড়ে গিয়েছে যোগী রাজ্যে। শেষ পাওয়া খবর অনুসারে ধ্বংসস্তূপের নীচে এখনো ৫০ জনেরও বেশি ভক্ত নিচে চাপা পড়ে আছেন বলেই আশঙ্কা প্রশাসনের।
জেলাশাসক অস্মিতা লাল বলেন, "জৈন সম্প্রদায়ের অনুষ্ঠান চলাকালীণ কাঠামো ভেঙে প্রায় ৪০ জন আহত হয়েছেন। ২০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা এখনো চিকিৎসাধীন " দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এই দুর্ঘটনায় প্রায় ৬-৭ জন পুলিশ কর্মীও আহত হয়েছেন।
বাঘপাতের দুর্ঘটনার খবর পেয়েই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রশাসনিক কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার অভিযান শুরুর নির্দেশ দেন। আহতদের অবিলম্বে হাসপাতালে ভর্তি ও যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন তিনি।